পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠানের তদন্তের নির্দেশ ডিজিসিএ-র

বেসরকারি সংস্থার বিমান ভাড়া করে মাঝ আকাশে বিয়ে সেরেছেন তামিলনাড়ুর এক দম্পতি ৷ সঙ্গে ছিলেন শতাধিক অতিথি ৷ করোনার মধ্যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি ৷ তাই আস্ত একটা বিমান ভাড়া করেন মাদুরাইয়ের ওই দম্পতি ৷ নেটমাধ্যমে ভাইরাল হয় এই বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ৷ সেখানে দেখা যায় অনুষ্ঠানে কোভিড বিধি অমান্য করে বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না ৷ গোটা ঘটনার রিপোর্ট চেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠানের তদন্তের নির্দেশ ডিজিসিএ-র ৷
মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠানের তদন্তের নির্দেশ ডিজিসিএ-র ৷

By

Published : May 24, 2021, 6:51 PM IST

নয়া দিল্লি, 24 মে : বিমান ভাড়া করে মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠানের ঘটনার তদন্তের নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ৷ ওই ফ্লাইটের কর্মীদের কাজে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসিএ-র পক্ষ থেকে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট ফ্লাইটে থাকা সমস্ত অতিথির বিরুদ্ধে কোভিড বিধি অমান্য করার জন্য অভিযোগ দায়ের করার নির্দেশও দিয়েছে ডিজিসিএ ৷

করোনা পরিস্থিতিতে দেশের মাটিতে জাঁকিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় ৷ কারণ গোটা দেশেই চলছে লকডাউন ৷ বিয়েতে অতিথি সংখ্যা এবং অনুষ্ঠানের সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ তামিলনাড়ুতেও আগামী 31 মে অবধি লকডাউন ঘোষণা করেছে স্টালিন সরকার ৷ তাই এক বেসরকারি সংস্থার চাটার্ড বিমান ভাড়া করে অতিথিদের নিয়ে রবিবার আকাশে উড়লেন তামিলনাড়ুর মাদুরাইয়ের এক দম্পতি ৷ মাঝ আকাশে বিমানের মধ্যেই মালাবদল করেন তাঁরা ৷ বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় নেটমাধ্যমে ৷ দেখা যায় দক্ষিণ ভারতীয় সাজে বর কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন ৷ স্পাইসজেটের ভাড়া করা ওই বিমানের মধ্যেই চলে বিয়ের গোটা অনুষ্ঠান ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় বেশিরভাগের মুখেই মাস্ক নেই ৷ এত কাণ্ড ঘটলেও গোটা বিষয়টিই নাকি জানত না স্পাইসজেট কর্তৃপক্ষ ৷

মাদুরাই এয়ারপোর্ট ডিরেক্টর এস সেনথিল বলবান জানান, গতকাল মাদুরাইয়ের এক ব্যক্তি ওই ফ্লাইটটি বুক করেন ৷ এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফ্লাইটের মধ্যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা কিছু জানত না ৷ প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউ এসে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান বন্দরগুলিতে কড়া করোনা বিধি জারি করে ডিজিসিএ ৷ তার মধ্যে ছিল সঠিক ভাবে মাস্ক পরার বিষয়টিও ৷ মাস্ক ঠিকভাবে না পরলে বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় ৷ তারপর এই কোভিড পরিস্থিতিতে আস্ত একটি বিমান ভাড়া করে এমন বিয়ের ঘটনায় বলা বাহুল্য বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে ৷

এই অবস্থায় সংশ্লিষ্ট ওই বেসরকারি বিমান সংস্থার পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের থেকে ঘটনার রিপোর্ট চেয়েছে ডিজিসিএ ৷

আরও পড়ুন : 11 দিনের ধ্বংসলীলা শেষ, কেমন আছে গাজা ?

ABOUT THE AUTHOR

...view details