পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DGCA on Go First: গো ফার্স্টকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে, অবিলম্বে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ ডিজিসিএ-র - অবিলম্বে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ ডিজিসিএ

আইবিসিএ-র অধীনে ফ্লাইটগুলি আকস্মিকভাবে বাতিল করা এবং সেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু না করার জন্য ডিজিসিএ গো ফার্স্টকে কারণ দর্শানোর এই নোটিশ জারি করেছে।

Etv Bharat
নির্দেশ ডিজিসিএ-র

By

Published : May 8, 2023, 7:49 PM IST

নয়াদিল্লি, 8 মে: গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেডের 'গো ফার্স্ট' প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকিট বুকিং অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ৷ সেই সঙ্গে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলেও জানিয়েছে ডিজিসিএ ৷ পাশাপাশি দক্ষ এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে পরিষেবা পরিচালনা করতে ব্যর্থতার জন্য বিমান আইন 1937-এর অধীনে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে ডিজিসিএ ৷

সূত্রের খবর, আইবিসিএ-র অধীনে ফ্লাইটগুলি আকস্মিকভাবে বাতিল করা এবং সেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু না করার জন্য ডিজিসিএ গো ফার্স্টকে কারণ দর্শানোর এই নোটিশ জারি করেছে। এয়ারক্রাফ্ট রুলস, 1937-এর বিধানগুলি, নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে পরিষেবা চালিয়ে যেতে ব্যর্থ বলেও জানিয়েছে ডিজিসিএ। সেই সঙ্গে, এয়ারলাইন অপারেটরকে এই নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে তাদের উত্তর জমা দিতেও বলা হয়েছে ৷ এবং তাদের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) অব্যাহত রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সংস্থার তরফে যে জবাব দেওয়া হবে, তার ভিত্তিতে নেওয়া হবে। এছাড়া তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকিট বিক্রি করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে । যা দ্রুত কার্যকর করতে হবে বলেও নির্দেশে জানিয়েছে ডিজিসিএ ।

শুক্রবার এই বিমানসংস্থা জানিয়েছিল, গো ফার্স্ট অপারেশনাল কারণে 12 মে পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করেছে। সেই সঙ্গে, ফ্লাইট বাতিলের কারণে সৃষ্ট অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে দুঃখ প্রকাশ করে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করে শীঘ্রই টিকিট বুকিংয়ের যাবতীয় অর্থ ফিরিয়ে দেওয়া হবে ৷ সেই সঙ্গে এই ফ্লাইট বাতিলের ফলে সাধারণ মানুষের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার জন্য সংস্থার তরফে যথাসাধ্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে গো ফার্স্ট ৷

অন্যদিকে, ডিজিসিএ সূত্রে খবর, গো ফার্স্ট জানিয়েছে যে, তারা তাদের ফ্লাইটের টিকিট বিক্রি আগামী 15 মে পর্যন্ত স্থগিত করেছে ৷ পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই তাদের ফ্লাইট বুক করেছেন, সেই সব যাত্রীদের টাকা ফেরত এবং ফ্লাইট পুনঃনির্ধারণ করার বিষয়টি আগামী কিছুদিনের মধ্যে জানানোর জন্য সংস্থা কাজ করছে ৷ তীব্র নগদ সংকটের মুখোমুখি হওয়ার পর বিপদগ্রস্ত অবস্থায় ওয়াদিয়া গ্রুপের নেতৃত্বাধীন এয়ারলাইনস, গো ফার্স্ট, বৃহস্পতিবার একটি অন্তর্বর্তীকালীন নির্দেশের জন্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) কাছে আবেদন করেছে। এয়ারলাইন গো ফার্স্টের উন্নতির জন্য দেউলিয়া রেজোলিউশন প্রক্রিয়া (আইপিআর) নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে ৷ শুনানির পর গো এয়ারলাইন্সের আবেদনে আদেশ সংরক্ষিত করেছে এনসিএলটি।

আরও পড়ুন: কফি পে চর্চা, বাসে ভ্রমণ ; প্রচারে রাহুলের পাখির চোখ মহিলা ভোটার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details