নয়াদিল্লি, 6 জানুয়ারি: মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর গায়ে প্রস্রাবের (Urination Incident) ঘটনায় এ বার কড়া নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA Guidelines)৷ অভব্য যাত্রীদের (Unruly passengers) জন্য সমস্ত বিমান সংস্থার অপারেশন প্রধানকে সেই নির্দেশিকা পাঠিয়েছে ডিজিসিএ ৷ গত বছর এয়ার ইন্ডিয়ার বিমানে মূত্রত্যাগের দুটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশিকা দেওয়া হয়েছে ৷
ডিজিসিএ বলেছে যে, এটি লক্ষ্য করা গিয়েছে বিমানের যাত্রীদের দ্বারা অনিয়মিত এবং অনুপযুক্ত আচরণের ঘটনাগুলির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন পোস্ট হোল্ডার, পাইলট এবং কেবিন ক্রু সদস্যরা । একটি বিবৃতিতে, ডিজিসিএ বলেছে, "সাম্প্রতিক অতীতে, ডিজিসিএ উড়ানের সময় বিমানে যাত্রীদের দ্বারা অভব্য এবং অনুপযুক্ত আচরণের কয়েকটি ঘটনা লক্ষ্য করেছে, যেখানে দেখা গিয়েছে যে, পোস্ট হোল্ডার, পাইলট এবং কেবিন ক্রু সদস্যরা যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন ।"
বিমান নিয়ন্ত্রক সংস্থা আরও বলেছে যে, এ ধরনের ঘটনা বিমানে ভ্রমণের চিত্রকে কলঙ্কিত করেছে । বলা হয়েছে যে এয়ারক্রাফ্ট রুলস, 1937 অনুসারে ডিজিসিএ-র যে নির্দেশিকা রয়েছে তাতে বিভিন্ন বিমান সংস্থার সার্কুলার এবং ম্যানুয়ালগুলিতে অভব্য যাত্রীদের হ্যান্ডেল করার জন্য কর্মীদের দায়িত্ব নির্দিষ্ট করা হয়েছে ।