নয়াদিল্লি, 28 মে: বিশেষভাবে সক্ষম এক শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) ৷ শনিবার ইন্ডিগোকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA imposes Rs 5 lakh fine on IndiGo for denying boarding to specially abled child) ৷ জানা গিয়েছে, গত 7 মে রাঁচি বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে ৷ ঘটনার প্রতিবাদে শিশুটির অভিভাবকরাও আর বিমানে চড়েননি ৷
তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযগের সাফাই দিতে গিয়ে গত 9 মে ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, শিশুটি বিমানে উঠতে ভয় পাচ্ছিল, সেকারণেই তাকে আর রাঁচি থেকে হায়দরাবাদগামী বিমানে উঠতে দেওয়া হয়নি ৷ শিশুটির অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গড়েছিল ডিজিসিএ ৷ সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিমানসংস্থাটিকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ ৷