অযোধ্যা, 12 অক্টোবর: সামনের বছর 22 জানুয়ারি অযোধ্যার রামলালা মন্দিরের উদ্বোধন ও দর্শনের জন্য আমন্ত্রিতদের তালিকা তৈরি করে ফেলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন বিশিষ্ট্য ব্যক্তি ও সাধু-সন্তদের আমন্ত্রণ জানানো হবে রামমন্দিরের উদ্বোধনীতে ৷ তবে সে দিন শুধু আমন্ত্রিতদেরই সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ 26 জানুয়ারি থেকে রামলালা মন্দিরে দর্শন ও পুজোর জন্য সারা বিশ্বের ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন যে, "ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সময়, কিছু বিশিষ্ট্য ব্যক্তি আমন্ত্রিত রয়েছেন, যাঁদের জন্য বিশেষ প্রোটোকল মেনে চলার প্রয়োজন রয়েছে ৷ ট্রাস্টের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও কর্মসূচি চলাকালে ব্যস্ত থাকবেন । এই পরিস্থিতিতে প্রত্যেক ভক্তকে যথাযথ সম্মান ও নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না ৷ তাই আমরা অনুরোধ করছি যে, 22 জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরই শুধু উপস্থিত থাকতে হবে ।"