আনাকাপাল্লি (অন্ধ্রপ্রদেশ), 17 জুলাই: দেশে এখন মহার্ঘ টমেটো ৷ নিত্যপ্রয়োজনীয় এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাধ সেধেছে নাগরিকদের রসনায় ৷ আর টমেটোকে ঘিরেই নানা দিকে ধরা পড়ছে নানা বিচিত্র ঘটনা ৷ এ বার সাক্ষী অন্ধ্রপ্রদেশ ৷ মন্দিরে দান করা হল 51 কেজি টমেটো ৷
একদিকে টমেটো বিক্রি করে কৃষকদের কোটি কোটি টাকা লাভের খবর আসছে ৷ অন্যদিকে, আবার এই পরিস্থিতিতে কৃষকদের কষ্টার্জিত টমেটো চুরির হিড়িক পড়েছে ৷ সেই টমেটো পাহারা দেওয়ার জন্য বাউন্সার রাখার ছবিও সামনে এসেছে ৷ কোনও কোনও বিক্রেতা আবার নিজের বহুমূল্য টমেটো রক্ষা করতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন ৷ কেউ চেয়েছেন পুলিশি নিরাপত্তা ৷ সোশ্যাল মিডিয়ায় টমেটো নিয়ে মিম ও জোকসের বন্যা বইছে ৷ এই অবস্থায় নজরে এল অন্ধ্রপ্রদেশের এক মন্দিরের ঘটনা ৷
অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার নুকালাম্মা মন্দিরে একজন ভক্ত ঈশ্বরকে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন করেছেন । মন্দিরে দাঁড়িপাল্লায় ভক্তের ওজনের সমান কোনও দ্রব্য নিবেদনের প্রাচীন রীতিই তুলাবুড়া ৷ বর্তমানে বাজারে এক কেজি টমেটো 120 টাকারও বেশি ৷ এই অবস্থায় দক্ষিণ ভারতের ওই মন্দিরে তুলাবুড়া হিসেবে টমেটো নিবেদন সবার নজর কেড়েছে ৷ মন্দিরে আসা ভক্তরা সবাই বিস্ময়ে তাকিয়ে ছিলেন টমেটো নিবেদনের দিকে ।