পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Golden Temple Explosion: স্বর্ণমন্দিরের বাইরে বিস্ফোরণ! গভীর রাতে জখম পুণ্যার্থীরা - গোল্ডেন টেম্পলের দরবার সাহিবে বিস্ফোরণ

গোল্ডেন টেম্পলের বাইরে বিস্ফোরণ ৷ হঠাৎই সেখানে থাকা পুণ্যার্থীদের গায়ে কাচের টুকরো, পাথর এসে লাগে ৷ এই ঘটনায় জখম হয়েছেন অনেকেই ৷ রয়েছেন মহিলারাও ৷ শনিবার গভীর রাতে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷

Golden Temple Explosion
স্বর্ণ মন্দিরে বিস্ফোরণ

By

Published : May 7, 2023, 7:49 AM IST

অমৃতসর, 7 মে:দরবার সাহিবের কাছে বিস্ফোরণ ! শনিবার গভীর রাতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে অমৃতসরের গোল্ডেন টেম্পলে দরবার সাহিবের কাছে ৷ পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন ৷ তবে পুলিশের মতে এটি সন্ত্রাসবাদী হামলা নয়। কোনও বড় ধরনের বিস্ফোরণও হয়নি ৷ তদন্তকারীদের দাবি, কাছাকাছি একটি রেস্তোরাঁয় চিমনি বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা হয়েছে ৷ এদিকে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটা বিস্ফোরণ হয় । তাতে অনেকে জখম হয়েছেন ৷ মনে করা হচ্ছে পাথর ও কাচ জাতীয় কিছু উড়ে এসে উপস্থিত মানুষের গায়ে পড়ে ৷ তাদের চিকিৎসা চলছে ৷

গোল্ডেন টেম্পলের দরবার সাহিবে রাতে অনেক পুণ্যার্থী বিশ্রাম নেন ৷ তাঁরা এবং বাইরে থেকে আসা পুণ্যার্থীরা জানিয়েছেন, একটি বিস্ফোরণ হয় ৷ পাথর এসে তাঁদের গায়ে লাগে ৷ এতে কয়েকজন মহিলা পুণ্যার্থীরাও জখম হয়েছেন ৷ প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা, বিস্ফোরণের পর বিশাল ধোঁয়ায় উঠতে থাকে ৷ প্রথম তাঁরা বুঝতেই পারেননি ঠিক কী হয়েছে ৷ সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে না অন্য কোনও বিস্ফোরণ সেটাও ঠাওর করে উঠতে পারনেনি অনেকেই ৷ পরে বিষয়টি স্পষ্ট হয়।

পুলিশর দাবি, এটা কোনও বোমা বিস্ফোরণের ঘটনা নয় ৷ এসিপি জানিয়েছেন, খবর পাওয়া মাত্র তিনি বিস্ফোরণস্থলে পৌঁছন ৷ কোনও বোমা বিস্ফোরণ হয়নি ৷ দরবার সাহিবের বাইরে পার্কিংয়ের জায়গায় একটি বিশাল মাপের কাচের আয়না আছে ৷ সেটি ভেঙে গিয়ে তার টুকরো চারদিকে ছিটকে পড়ে ৷ তল্লাশিতে ওই এলাকায় বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত কোনও পদার্থ খুঁজে পাওয়া যায়নি ৷ পার্কিংয়ের জায়াগার কাছেই একটি রেস্তারোঁতে চিমনিতে বিস্ফোরণ হয়েছে ৷ সেটি অত্যধিক গরম হয়ে গিয়ে তাতে গ্যাস তৈরি হয় এবং গ্লাসটি ভেঙে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ ভয়ের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন ওই পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন: স্বর্ণমন্দিরে গণপিটুনিতে নিহত যুবক কে ? উত্তর খুঁজছে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details