দেরাদুন (উত্তরাখণ্ড), 7 মে: শুরু থেকেই আবহাওয়া বিগড়াচ্ছে চারধামে ৷ উত্তরাখণ্ডে অব্যাহত অবিরাম বৃষ্টি ও তুষারপাত ৷ যার জেরে ব্যাহত হচ্ছে চারধাম যাত্রা ৷ আর তীব্র ঠান্ডায় যাত্রীদের কষ্ট বেড়েছে ৷
এখনও পর্যন্ত 4 লক্ষ 74 হাজার 622 জন তীর্থযাত্রী এসেছেন ৷ এর মধ্যে 6 মে পর্যন্ত মোট 38 হাজার 523 জন ভক্ত চারধাম দর্শন করেন ৷ অন্যদিকে উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বছর চারধাম ভ্রমণের মরশুমে এখনও পর্যন্ত 21 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে কেদারনাথেই মারা গিয়েছেন 8 জন ৷ এরপর রয়েছে যমুনোত্রীর জানকি চাট্টি ৷ এখানে 6 জনের মৃত্যু হয়েছে ৷ যাত্রা শুরু হওয়ার পর থেকে বদ্রীনাথে 3 ও গঙ্গোত্রীতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়াও বিপর্যস্ত হতে শুরু করে ৷
এপ্রিলের শেষ সপ্তাহ থেকে আবহাওয়া প্রতিকূল রয়েছে ৷ বৃষ্টি ও তুষারপাতের কারণে ভক্তদের বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হচ্ছে ৷ আবহাওয়া অনুকূল হলে তবেই ফের যাত্রার জন্য পাঠানো হচ্ছে ৷ এই খারাপ মরশুমের জন্য রাজ্যে একটি জাতীয় সড়ক ও একটি গ্রামীণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে ৷ রাজ্য বিপর্যয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে,ঋষিকেশ চম্বা ধরাসু জাতীয় সড়ক-94 কান্দিসৌর ডাবরির কাছে ভেঙে পড়েছে ৷ যেখানে ছোট গাড়ি চলাচল করলেও বড় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷
উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য বহুবার প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত কেদারনাথের ছবি সামনে এসেছে ৷ 3 মে সেখানকার হেলিপ্যাড সম্পূর্ণ বরফে ঢেকে যায় ৷ যা সরাতে রীতিমতো জেসিবি আনতে হয় ৷ তখন থেকেই যাত্রীদের নিরাপত্তার জন্য যাত্রা বন্ধ করে দেওয়া হয় ৷ তবে তারপর আবহাওয়ার একটু উন্নতি হতেই ফের যাত্রা শুরু হয় ৷ তবে তখন থেকেই ক্রমাগত আবহাওয়া কখনও ভালো কখনও খারাপ পরিস্থিতির উপর দাঁড়িয়ে ৷
আরও পড়ুন :হেলিপ্যাড থেকে বরফ সরাচ্ছে জেসিবি, প্রবল তুষারপাতে বিপর্যস্ত কেদারনাথ