বারাণসী, 31 অগস্ট: সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ উৎসব (Ganesh Chaturthi 2022) । আর এই গণেশ উৎসব শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় । মহারাষ্ট্র থেকে শুরু করে ধর্ম ও আধ্যাত্মিকতার শহর কাশী পর্যন্ত আপামর দেশবাসী গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছেন । মহাদেবের নগরীতেও আজ থেকে তাঁর ছেলের আরাধনা শুরু হয়েছে ৷ বিভিন্ন প্যান্ডেল ও বাড়িতে এদিন গণেশ উৎসবের সূচনা হয় ৷
বিশ্বের প্রাচীনতম শহর কাশীর অসি অঞ্চলে গণপতি বাপ্পার এক ভক্ত রয়েছেন (Devotee of Ganapati in Varanasi) । আরোধ্য দেবতাকে নিজের শ্রদ্ধার্ঘ পৌঁছে দেওয়ার তাঁর পদ্ধতিটাও সবার থেকে আলাদা । বিজয়, পেশায় একজন চিত্রকর ও শিল্পী ৷ বিগত 30 বছর ধরে বন্ধ চোখে মাত্র 1 মিনিটে গণেশের ছবি আঁকছেন তিনি ৷ এই গণেশ চতুর্থীতেও তিনি চোখে কাপড় বেঁধে বাপ্পার ছবি এঁকেছেন (Painting of Ganpati) ।