লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 12 নভেম্বর: শনিবার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh assembly poll) ৷ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 66 শতাংশ ৷ ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷ তীব্র শীত উপেক্ষা করেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, নিজেদের অধিকার প্রয়োগ করেছেন ৷ এরই মধ্যে নজর কেড়েছে এই রাজ্যের একটি ভোট গ্রহণ কেন্দ্র (World Highest Polling Station in Himachal) ৷ তৈরি হয়েছে রেকর্ড ৷
হিমাচলের লাহৌল স্পিতি জেলার তাশিগাংয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত এই বুথ ৷ শীতে এখানে ঠাণ্ডা মাইনাসে চলে যায় ৷ তীব্র শীত উপেক্ষা করেই এদিন ভোট দিয়েছেন এখানকার ভোটাররা ৷ এই বুথে ভোটারের সংখ্যা 52 ৷ এদিন প্রত্যেকেই ভোট দিয়েছেন ৷ ফলে এদিন 100 শতাংশ ভোটদানের রেকর্ড স্পর্শ করেছে বিশ্বের এই সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷