শ্রীনগর, 5 জুন :ধারাবাহিক টার্গেট কিলিং'য়ের ঘটনা সত্ত্বেও কাশ্মীর উপত্যকায় পর্যটনে কোনওরকম ভাঁটা পড়েনি । বরং সাম্প্রতিক সমীক্ষা তথ্য সুখবর বয়ে এনেছে পর্যটন ব্যবসায়ীদের জন্য ৷ কী সেই তথ্য? প্রাণ সংশয়ে যেখানে কাশ্মীরি পণ্ডিতরা আতঙ্কে জম্মু পালাচ্ছেন, সেখানে জুন মাসে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে কাশ্মীরে (Despite targeted killings tourist season at its peak in Jammu and Kashmir) । হাউজবোট-সহ গেস্ট হাউসগুলিতে স্থান সংকুলান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ সমীক্ষা রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 7 লক্ষ পর্যটক এখানকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন ৷ যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি ৷
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় যখন ভয়ে সিঁটিয়ে কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়, তখন আশ্চর্যজনকভাবে ঝিলম নদীর উপত্যকায় পর্যটকদের আগমন তো কমেইনি, উলটে তা বেড়েছে ৷ ক্রমবর্ধমান 'টার্গেট কিলিং'য়ে ত্রস্ত কাশ্মীরে গত তিন সপ্তাহে দুই পরিযায়ী শ্রমিকের । 9 মে থেকে 2 জুন পর্যন্ত 'টার্গেট কিলিং'য়ে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচ সদস্য-সহ আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন ৷
আরও পড়ুন :Kashmiri Pandits : উপত্যকায় একের পর এক খুন, আতঙ্কে জম্মু পালাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা
অথচ পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে 61 হাজার পর্যটক এখানকার বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন ৷ ফেব্রুয়ারিতে এক মাসের মধ্যে পর্যটকদের সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছে 1 লাখে ৷ একইভাবে মার্চ মাসে 1 লাখ 80 হাজার এবং এপ্রিলে 2 লাখ পর্যটক কাশ্মীর উপত্যকা পরিদর্শন করেন ৷ এই বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সব মিলিয়ে 2 লাখ 60 হাজার পর্যটক কাশ্মীর উপত্যকা পরিদর্শন করেছেন ৷