পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দু‘বার করোনা জয়ীর লড়াই মিউকোরমাইকোসিসের সঙ্গে

এক পুলিশের সাব ইনস্পেকটর করোনা আক্রান্ত হন ৷ একবার নয়, দু‘বার ৷ তারপর তিনি করোনা মুক্তও হন ৷ কিন্তু তিনি মিউকোরমাইকোসিস ছত্রাক সংক্রমণে আক্রান্ত ৷ এই ছত্রাক সংক্রমণের চিকিৎসায় নির্দিষ্ট কোনও ওষুধ দিতে পারেনি কোনও হাসপাতাল ৷

দুবার করোনা জয় করেছেন, এবার লড়াই মিউকোরমাইকোসিসের সঙ্গে
দুবার করোনা জয় করেছেন, এবার লড়াই মিউকোরমাইকোসিসের সঙ্গে

By

Published : May 20, 2021, 3:13 PM IST

মুম্বই, 20 মে : বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিন সংকটের কারণে ভ্য়াকসিনেশন বন্ধ হয়ে গিয়েছে ৷ এরই মধ্যে মিউকোরমাইকোসিস ছত্রাক সংক্রমণের ঘটনা সামনে এসেছে ৷ মিউকোরমাইকোসিস এক প্রকারের ছত্রাক সংক্রমণ ৷ যার পোষাকি নাম ব্ল্যাক ফাংগাস ৷ করোনা মুক্ত হওয়া বেশ কয়েকজনের শরীরে এই ছত্রাকের উপস্থিতি মিলেছে, এর সংক্রমণও ছড়াচ্ছে ৷

ভাইদাস মালি নামে এক পুলিশ ইনস্পেকটর করোনা আক্রান্ত হন ৷ একবার নয় দু‘বার ৷ তিনি করোনা মুক্তও হন ৷ কিন্তু তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাস ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত 2000, মৃত 10

চিকিৎসা খাতে তাঁর খরচ হয়েছে প্রায় 40 লাখ টাকা ৷ যদিও এই বিপুল অর্থ জোগান দেওয়া তাঁর পরিবারের সামর্থ্য নেই ৷ আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধবের কাছ থেকে প্রথমে 30 লাখ টাকা সংগ্রহ করেন ভাইদাসের পরিবার ৷ তারপর আরও 10 লাখ টাকা জোগাড় করেন ৷

ভাইদাস এখন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ৷ কিন্তু এই মিউকোরমাইকোসিস ছত্রাকের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছেন চিকিৎসকরা ৷ এই ছত্রাকের চিকিৎসা করার নির্দিষ্ট ওষুধ না পাওয়ায় অসহায়তা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details