নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে ৷ বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের সংঘাত, পালটা সংঘাতও স্পষ্ট হচ্ছে ক্রমশ ৷ গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি নাম না-করে বিরোধী দলগুলির বিরুদ্ধে আবারও পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন ৷ তাঁর দাবিকে প্রমাণ-সহ নস্যাৎ করলেন ডেরেক ও' ব্রায়েন ৷ টুইটারে একটি পোস্টে রাজ্য়সভার তৃণমূল সাংসদ তুলে ধরলেন বিজেপিতে কোন কোন তাবড় নেতা-মন্ত্রীরা বংশ পরম্পরায় দেশের রাজনীতির বা অন্য পরিসরে শীর্ষস্থানে রয়েছেন (TMC Parliamentary Leader in RS takes a dig at PM Narendra Modi over Political Dynasty Issue) ৷ তাতে নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের।
মঙ্গলবার প্রধানমন্ত্রী সদর্পে ঘোষণা করেন, দেশে বেশ কয়েকটি দল প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে টিকে রয়েছে ৷ এই দলগুলি পরিচালনা করছে পরিবার ৷ এর মধ্যে বিজেপি দেশের একমাত্র সর্বভারতীয় দল (BJP pan-India party) হিসেবে দাঁড়িয়ে রয়েছে ৷ আর গেরুয়া শিবিরের অস্তিত্ব রয়েছে ভারতের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে ৷ এমনিতেই বিজেপি নেতারা বারবার দাবি করেন, কংগ্রেস-সহ বিভিন্ন দলের পরিচালনা করে পরিবার । কিন্তু বিজেপি দলটাই একটা পরিবার। এবার এই প্রসঙ্গেই কটাক্ষ করলেন ডেরেক ।