নয়াদিল্লি, 31 জুলাই:সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে ৷ অধিবেশনের শুরু থেকেই বিরোধী 'ইন্ডিয়া' জোট মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে সরব হয়েছে ৷ এই ইস্যুতেই এবার প্রধানমন্ত্রী বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো তৃণমূল কংগ্রেস ৷ সোমবার নরেন্দ্র মোদিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন ৷ এদিন জওহরলাল নেহেরু, রাজীব গান্ধি, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংয়ের মতো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রসঙ্গ উল্লেখ করে মোদিকে একহাত নেন ডেরেক ৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে কী ভাবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷
সংসদের বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ ডেরেক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী কী ভাবেন আপনি নিজেকে? পণ্ডিত নেহেরু রাজ্যসভায় এসে জরুরি বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংও রাজ্যসভায় এসে আলোচনায় অংশ নিয়েছিলেন ৷ বোফর্স নিয়ে অভিযোগের সময় রাজীব গান্ধি সাহস দেখিয়েছিলেন রাজ্যসভায় এসে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার ৷ কিন্তু আপনার এত উদ্ধত্য, আপনার হৃদয় এতই কঠিন যে মণিপুর নিয়ে সংসদে আলোচনা করতে আসছেন না ৷"
আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর