পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC Slams BJP: সংসদীয় কমিটির চেয়ারপার্সনদের মধ্যে নেই তৃণমূল, আক্রমণ ডেরেকের

সংসদে নতুন চেয়ারপার্সনদের নাম ঘোষণা হয়েছে ৷ সেখানে নেই কোনও তৃণমূল সাংসদ ৷ এ নিয়ে সরব হলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন (Derek O'Brien on Parliamentary Committee Chairpersons) ৷

Parliament Committee
ETV Bharat

By

Published : Nov 11, 2022, 12:01 PM IST

Updated : Nov 11, 2022, 12:48 PM IST

নয়াদিল্লি, 11 নভেম্বর: সংসদীয় কমিটির চেয়ারপার্সনদের নাম ঘোষণা হয়েছে ৷ কিন্তু 56 জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের কেউ নেই (Parliament Committee Chairperson) ৷ এ নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ শুক্রবার তিনি টুইট করেন, "সংসদীয় কমিটির 56 জন নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা হয়েছে ৷ এটা নিয়ে বিজেপি মজা করেছে ৷ সংসদে যে সব দলের কম সদস্য রয়েছে, তাঁরা চেয়ারপার্সন হয়েছেন ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল ৷ তা সত্ত্বেও চেয়ারপার্সনের তালিকায় টিএমসি শূন্য ৷" নিজের বক্তব্যের সঙ্গে কোন দলের কতজন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন, তার একটি তালিকার ভিডিয়ো পোস্ট করেছেন ডেরেক ৷

গত মাসে সংসদীয় প্যানেলের (Parliamentary Panels) পুনর্গঠন হয়েছে ৷ একাধিক কমিটির চেয়ারপার্সনদের বদলানো হয়েছে ৷ লোকসভা এবং রাজ্যসভার সচিবরা (Lok Sabha and Rajya Sabha Secretariats) এ বিষয়ে নোটিশ জারি করেছেন ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটির চেয়ারম্যানের পদে নেই কংগ্রেস ৷ বিদেশ মন্ত্রক, সামরিক, এবং অর্থমন্ত্রকের মতো সব গুরুত্বপূর্ণ সংসদীয় প্যানেলগুলির প্রধান বিজেপি ৷ স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের চেয়ারম্যানের পদ থেকেও সরানো হয়েছে কংগ্রেসকে ৷

আরও পড়ুন: খাদ্য বিষয়ক সংসদীয় কমিটির মাথায় সুদীপের বদলে লকেট, সমালোচনা তৃণমূলের

কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির (Abhishek Manu Singhvi) জায়গায় এসেছেন বিজেপি সাংসদ এবং উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল ৷ তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির (Parliamentary Standing Committee) চেয়ারম্যান হয়েছেন ৷ তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের (Information and Technology) সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে ছিলেন কংগ্রেস লোকসভা সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ৷ সেই পদে নতুন চেয়ারম্যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠীর সাংসদ প্রতাপরাও যাদব ৷ থারুরের অধীনে তথ্য ও প্রযুক্তির সংসদীয় কমিটি সরকারের বহু জটিল বিষয় সমাধানের চেষ্টা করেছে ৷ অনেক সময়ই তা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল ৷ তৃণমূল কংগ্রেসের হাতে ছিল খাদ্য এবং উপভোক্তা মন্ত্রকের কমিটি (Panel on Food and Consumer Affairs) ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এই কমিটির প্রধান হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

শিল্প সংক্রান্ত সংসদীয় কমিটি হাতছাড়া হয়েছে টিআরএসের ৷ তেলেঙ্গানার এই দলের প্রধান কেসিআর বিজেপি-বিরোধী হিসেবে বিশেষ পরিচিত ৷ শিল্পের সংসদীয় কমিটির প্রধান টিআরএস সাংসদ কেশব রাওয়ের পরিবর্তে ডিএমকে নেতা তিরুচি শিবাকে চেয়ারম্যান করা হয়েছে ৷ এদিকে স্বাস্থ্যের সংসদীয় কমিটির প্রধান সমাজবাদী পার্টি বা এসপি নেতা রাম গোপাল যাদবকে সরিয়ে আনা হয়েছে বিজেপি সাংসদ বিবেক ঠাকুরকে ৷ অন্যদিকে বিহারে বিজেপির সঙ্গে গাঁটছড়া ভাঙলেও প্রাক্তন এই জোটসঙ্গী জেডি(ইউ) দলকেও একটি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ জেডি(ইউ) নেতা রাজীব রঞ্জন সিং এখন নগরোন্নয়ন (Urban Development) সংসদীয় কমিটির প্রধান ৷ কিন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল ৷

আরও পড়ুন: অধিবেশনে সিএএ বিরোধী প্রস্তাব আনতে পারে তৃণমূল

Last Updated : Nov 11, 2022, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details