নয়াদিল্লি, 28 মে: ঘটা করে রবিবার দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিরোধীদের দাবি সত্ত্বেও অনুষ্ঠানে ডাকা হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ ফলে পূর্ব ঘোষণা মতো এদিনের অনুষ্ঠানে যোগ দেয়নি দেশের 20টি রাজনৈতিক দল ৷ সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ এদিন নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ফের আক্রমণ করেছে তৃণমূল ৷ দলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন এদিন প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে বলেছেন, "আমি শুধু নিজেকে ভালোবাসি ৷"
সোশাল মিডিয়ায় এক বার্তায় রবিবার তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর আমি শুধু নিজেকে ভালোবাসি কাজ যখন হয়ে গিয়েছে আসুন তখন একবার দেখে নেওয়া যাক তিনি ও তার সরকার কীভাবে গত 9 বছর ধরে দেশের সংসদকে নিয়ে মশকরা ও অপমান করেছে ৷" ধারাবাহিক কয়েকটি টুইটে ডেরেকের অভিযোগ, প্রধানমন্ত্রী গত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের অধিবেশনে বিরোধীদের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি ৷ আগে যেখানে 10টির মধ্যে 7টি বিল সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে পাঠানো হতো মোদির আমলে তা গড়ে 10টির মধ্যে মাত্র একটি বিলে এসে দাঁড়িয়েছে ৷ সংসদকে এড়িয়ে অধ্যাদেশ নিয়ে আসার পরিমাণ মোদি সরকারের আমলে দ্বিগুণ হয়েছে ৷