পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Derek aims dig at Modi:'আমি শুধু নিজেকে ভালোবাসি', নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে মোদিকে খোঁচা ডেরেকের

রবিবার দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রসঙ্গে মোদি জমানায় সংসদের কার্যাবলী তুলে ধরে নতুন আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ ডেরেক-ও-ব্রায়েন ৷

Etv Bharat
মোদিকে আক্রমণ ডেরেকের

By

Published : May 28, 2023, 4:51 PM IST

নয়াদিল্লি, 28 মে: ঘটা করে রবিবার দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিরোধীদের দাবি সত্ত্বেও অনুষ্ঠানে ডাকা হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ ফলে পূর্ব ঘোষণা মতো এদিনের অনুষ্ঠানে যোগ দেয়নি দেশের 20টি রাজনৈতিক দল ৷ সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ এদিন নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ফের আক্রমণ করেছে তৃণমূল ৷ দলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন এদিন প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে বলেছেন, "আমি শুধু নিজেকে ভালোবাসি ৷"

সোশাল মিডিয়ায় এক বার্তায় রবিবার তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর আমি শুধু নিজেকে ভালোবাসি কাজ যখন হয়ে গিয়েছে আসুন তখন একবার দেখে নেওয়া যাক তিনি ও তার সরকার কীভাবে গত 9 বছর ধরে দেশের সংসদকে নিয়ে মশকরা ও অপমান করেছে ৷" ধারাবাহিক কয়েকটি টুইটে ডেরেকের অভিযোগ, প্রধানমন্ত্রী গত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের অধিবেশনে বিরোধীদের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি ৷ আগে যেখানে 10টির মধ্যে 7টি বিল সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে পাঠানো হতো মোদির আমলে তা গড়ে 10টির মধ্যে মাত্র একটি বিলে এসে দাঁড়িয়েছে ৷ সংসদকে এড়িয়ে অধ্যাদেশ নিয়ে আসার পরিমাণ মোদি সরকারের আমলে দ্বিগুণ হয়েছে ৷

ডেরেক আরও জানিয়েছেন, মোদি জমানায় সংসদের 8টি অধিবেশন সময়ের আগে স্থগিত করে দেওয়া হয়েছে ৷ বিরোধী সাংসদদের কোনও বিলের উপর ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে ৷ চার বছর হয়ে গেলেও লোকসভায় কেন কোনও ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ সংসদীয় গণতন্ত্রকে এভাবে অবহেলা করা বন্ধ হোক বলে দাবি জানিয়েছেন ডেরেক ৷

আরও পড়ুন:নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের

উল্লেখ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপদের মুখে, সংবিধান পালটে দেওয়ার চেষ্টা চলছে এই অভিযোগ বরাবারই করে আসছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ সংসদীয় শিষ্টাচার ভুলে নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না-জানানো তারই একটি নজির বলে মনে করছে বিরোধীরা ৷

ABOUT THE AUTHOR

...view details