পঞ্চকুলা (হরিয়ানা) 18 অক্টোবর : যাবজ্জীবন কারাদণ্ড হল খুনের মামলায় অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিৎ রাম রহিমের ৷ ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিমের বিরুদ্ধে তাঁর সংগঠনেরই ম্যানেজার রণজিৎ সিংকে খুনের অভিযোগ ছিল৷ এদিন সেই মামলাতেই দোষী সাব্য়স্ত হয়ে এই সাজা পেলেন রাম রহিম ৷ হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত সোমবার এই রায় দেয় ৷
রাম রহিম ছাড়াও এদিন এই মামলায় আরও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৷ পাশাপাশি, রাম রহিমকে এদিন 31 লক্ষ টাকার জরিমানাও করেছে আদালত ৷ সাজাপ্রাপ্ত বাকি চারজনকে 50 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷ চলতি মাসের 8 তারিখ এই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রাম রহিম ও অন্য চারজন ৷