পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ram Rahim Parole: মেয়েরা কি এভাবে বাঁচতে পারবে, রাম রহিমের প্যারোল নিয়ে সরকারকে কটাক্ষ স্বাতী মালিওয়ালের - Swati Maliwal on Ram Rahim parole

সিরসা ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ফের প্যারোলে মুক্ত করা হল ৷ এবার তাকে 30 দিনের জন্য প্যারোল দেওয়া হয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷

Ram Rahim Parole
Ram Rahim Parole

By

Published : Jul 20, 2023, 4:53 PM IST

চণ্ডীগড়, 20 জুলাই: 30 দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে সিরসা ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ৷ তার এই প্যারোলে মুক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ৷ তাঁর প্রশ্ন, মেয়েরা কি এভাবে বাঁচতে পারবে ?

এই নিয়ে তিনি টুইট করেছেন৷ সেই টুইটে স্বাতী লিখেছেন, ‘‘রাম রহিমের মতো ধর্ষক-খুনিদের আড়াই বছরে 7 বার প্যারোল দেবে সরকার । পুলিশ আদালতে ব্রিজভূষণের জামিনের বিরোধিতা করবে না ৷ মণিপুরে নারী নির্যাতনের বিষয়ে নীরব থাকবে । এভাবে কি মেয়েদের বাঁচানো যাবে ?’’

প্রসঙ্গত, রাম রহিম ধর্ষণ ও খুনের মতো অপরাধের জন্য সুনারিয়া জেলে সাজা ভোগ করছে ৷ তার 30 দিনের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে । রোহতকের সুনারিয়া জেল থেকে আজই সে মুক্তি পাচ্ছে । তবে, প্যারোলে থাকাকালীন তাকে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ।

আগের মতোই উত্তরপ্রদেশের বাগপতের বারনাভা আশ্রমে থাকতে হবে রাম রহিমকে । তাকে সিরসা শিবিরে ডেরা সাচ্চা সৌদা সদর দফতরে যেতে দেওয়া হবে না । রাম রহিমের শেষ প্যারোল ছিল 2023 সালের জানুয়ারিতে ৷ তখন তাকে 40 দিনের জন্য মুক্ত করা হয়েছিল । উল্লেখ্য, 30 মাস ধরে কারাবাস করছে রাম রহিম ৷ এই সময়ের মধ্যে এটি তার সপ্তম প্যারোল ৷ গত 20 মাসের মধ্যে পঞ্চমবারের জন্য তাকে প্যারোল দেওয়া হল ৷ আর গত ন’মাসের নিরিখে সে তিনবার প্যারোলে ছাড়া পেল ৷

তাকে 2020 সালের 24 অক্টোবর প্রথমবার মায়ের অসুস্থতার জন্য তাকে একদিনের প্যারোলে ছাড়া হয় ৷ 2021 সালের 21 আবার তাকে একদিনের জন্য প্যারোলে ছাড়া হয় ৷ সেবারও মায়ের অসুস্থতার কারণে তাকে ছাড়া হয়েছিল ৷ হরিয়ানা সরকার তাকে 2022 সালের 7 ফেব্রুয়ারি 21 দিনের প্যারোলে মুক্ত করে ৷ ওই বছর জুনে তাকে একমাসের প্যারোল দেওয়া হয়েছিল ৷ গত অক্টোবরে সে 40 দিনের প্যারোলে মুক্তি পায় । তার পর গত 21 জানুয়ারি ডেরা প্রধান শাহ সাতনামের জন্মবার্ষিকীতে যোগ দেওয়ার জন্য তার 40 দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছিল ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সিরসা ক্যাম্পে তার আশ্রম ডেরা সাচ্চা সৌদা সদর দফতরে দুই মহিলা শিষ্যকে ধর্ষণের দায়ে রাম রহিম 20 বছরের জেল খাটছেন । 2017 সালের আগস্টে পঞ্চকুলার একটি বিশেষ সিবিআই আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল । 2002 সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যার ষড়যন্ত্রের জন্য 2021 সালে গুরমিত ও অন্য চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল । 16 বছর আগে একজন সাংবাদিককে হত্যা করার জন্য 2019 সালে গুরমিত ও অন্য তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ।

আরও পড়ুন:বিজেপিকে ভোটে সাহায্য করে রাম রহিম ! প্রয়াত জেটলির প্রসঙ্গ টেনে সরব অমিত মিত্র

ABOUT THE AUTHOR

...view details