মুম্বই, 16 জুলাই: এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন সম্প্রতি মন্ত্রী পদে শপথ নেওয়া 8 বিধায়ক ৷ যে দলে রয়েছেন খোদ এনসিপি সভাপতির ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার ৷ যার নেতৃত্বে এনসিপি-র 40 বিধায়ক বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে যোগ দিয়েছিলেন ৷ আজ দুপুরে উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং মন্ত্রী পদে শপথ নেওয়া বাকি বিধায়করা দেখা করতে গিয়েছেন শরদ পওয়ারের সঙ্গে ৷ তবে, এই সাক্ষাৎকারের উদ্দেশ্য কী ? সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এনসিপি'র প্রতীকের দাবি জানিয়েছিলেন ৷
রাজনৈতিক মহলের একাংশের মতে, শরদ পওয়ারকে মহারাষ্ট্রের এনডিএ জোট সরকারের টানতেই তাঁর সঙ্গে অজিত পাওয়ার এবং তাঁর 8 মন্ত্রী ৷ আবার কোনও কোনও মহলের মতে, শপথ নেওয়ার পর এনসিপি সভাপতির সঙ্গে কেবলই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন অজিত এবং তাঁর সভাসদরা ৷ কিন্তু, সঠিক কী কারণে এই সাক্ষাৎকার? সেই নিয়ে কোনও স্পষ্ট জবাব এখনও পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, গত 2 জুলাই এনসিপি-র 40 জন বিধায়ককে নিয়ে শিন্ডে সরকারে যোগ দেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা অজিত পওয়ার ৷ এমনকী ওইদিন বিকেলে রাজভবনে উপমুখ্যমন্ত্রী পদে শপথও নেন তিনি ৷ তাঁর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দুই বিধায়কও ৷ সেদিন অজিত পওয়ার দলত্যাগ করেছেন কি না, তা বোঝা যায়নি ৷ কিন্তু,পরবর্তী সময়ে অজিত পাওয়ার জানান, তিনি এনসিপি ছাড়েননি ৷ বরং এনসিপি'র প্রতীকে তিনি এনডিএ জোট সরকারে সামিল হয়েছেন ৷ এরপরেই এনসিপি'র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায় ৷
আর পড়ুন:ভাইপো'র হাতেই ভাঙল শরদের দল, 40 বিধায়ক নিয়ে এনডিএ জোটে অজিত; নিলেন শপথ
এমনও গুঞ্জন উঠতে শুরু করে, তবে কি শিবসেনার মতোই দু’ভাগে বিভক্ত হয়ে যাবে এনসিপি ? নাকি কেন্দ্রের প্রভাব খাটিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের থেকে এনসিপি'র প্রতীক নিজের করে নেবেন অজিত পাওয়ার ? এমনই নানান প্রশ্ন ও তর্কবিতর্কের মধ্যেই আজ এনসিপি সভাপতি শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন অজিত ৷ এরপর মহা-রাজনীতিতে নতুন কোনও সমীকরণ দেখা যায় কি না, সেই দিকেই তাকিয়ে রাজনীতির হুজ হু'রা ৷