পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Depression over Bay of Bengal : বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস অন্ধ্র-তামিলনাড়ুতে

বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে 310 কিমি দূরে বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ তৈরি হয়েছে ৷ সেই নিম্নচাপের জেরেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

depression-over-bay-of-bengal-which-will-cross-coast-between-tamilnadu-and-andhra-pradesh-early-on-friday
Depression over Bay of Bengal : বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস অন্ধ্র-তামিলনাড়ুতে

By

Published : Nov 18, 2021, 6:44 PM IST

চেন্নাই, 18 নভেম্বর : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ ৷ আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে পৌঁছবে আগামিকাল ৷ এর ফলে চেন্নাই ও তার আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

এদিন এই নিয়ে টুইট করা হয় মৌসম ভবনের তরফে ৷ সেখানে বলা হয়, আজ সকাল সাড়ে 8টা নাগাদ চেন্নাই থেকে দক্ষিণ-পূর্ব দিকে 310 কিমি দূরে বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ তৈরি হয়েছে ৷ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছবে শুক্রবার সকালের দিকে ৷

আরও পড়ুন :Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর উত্তর অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণ অংশের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে ৷ এদিকে সারারাত বৃষ্টির জেরে তামিলনাড়ুর কাঞ্চিপুরাম, তিরুভাল্লুর ও চেঙ্গলপ্লেট এলাকায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ৷

সম্প্রতি বৃষ্টিতে ভেসে গিয়েছিল দক্ষিণ ভারতের এই মেট্রো শহর ৷ পরিস্থিতি খুবই সঙ্গীন হয়ে গিয়েছিল ৷ এবার আর যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রয়েছে স্থানীয় প্রশাসনের ৷ অন্যদিকে পুদুচেরিতে বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত ৷ সেখানেও স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন :Lok Sabha : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন

ABOUT THE AUTHOR

...view details