চেন্নাই, 18 নভেম্বর : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ ৷ আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে পৌঁছবে আগামিকাল ৷ এর ফলে চেন্নাই ও তার আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷
এদিন এই নিয়ে টুইট করা হয় মৌসম ভবনের তরফে ৷ সেখানে বলা হয়, আজ সকাল সাড়ে 8টা নাগাদ চেন্নাই থেকে দক্ষিণ-পূর্ব দিকে 310 কিমি দূরে বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ তৈরি হয়েছে ৷ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছবে শুক্রবার সকালের দিকে ৷
আরও পড়ুন :Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর