তিরুঅনন্তপুরম, 6 জুন:নারী শরীর মানেই তা যৌনতার বার্তা নয় ৷একজন পুরুষের অর্ধনগ্ন দেহকে স্বাভাবিকভাবে দেখা হয় ৷ তার মধ্যে কোনও যৌনতা থাকে না ৷ একজন মহিলার অর্ধনগ্ন দেহকেও একই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত ৷ এই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের বিচারপতি কৌসের এডাপ্পাগাথের সিঙ্গল বেঞ্চের ৷ সোমবার আদালত এই মর্মে এক মহিলাকে বেকসুর খালাসির নির্দেশ দেয় ৷
তাঁর অর্ধনগ্ন দেহের উপর তাঁর সন্তানেরা ছবি এঁকেছিল ৷ এই শৈল্পিক অর্ধনগ্ন দেহের একটি ভিডিয়ো তৈরি করেছিলেন ওই মহিলা ৷ এই ভিডিয়োর জন্য় তাঁর বিরুদ্ধে আদালতে বিভিন্ন ধারায় মামলা দায়ের হয় ৷ বিচারপতি কৌসের এডাপ্পাগাথের পর্যবেক্ষণ, পুরুষ শরীরের স্বাধীনতা নিয়ে খুব কমই প্রশ্ন ওঠে ৷ তবে পিতৃতান্ত্রিক পরিকাঠামোয় মহিলার দেহ নিয়ে লাগাতার প্রশ্ন তোলা হয় ৷ একটা হুমকির পরিস্থিতি তৈরি হয় ৷ মহিলাকে নিপীড়ন করা হয় ৷ শরীর ও জীবন নিয়ে মহিলার পছন্দের জন্য তাঁকে একঘরে করা, তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা এবং তাঁকে সাজা দেওয়ার রীতি সমাজে প্রচলিত ৷
আদালত জানিয়েছে, মহিলার শরীরের উপরের অংশে তাঁর সন্তানরা ছবি এঁকেছে ৷ এই কাজটিতে ওই মহিলার অনুমতি ছিল ৷ এটা শিল্পের অঙ্গ ৷ একটি শিল্পের প্রজেক্টের অংশ হিসেবে সন্তান তাঁর মায়ের শরীরে ছবি এঁকেছে ৷ এটি কোনও ভাবে যৌনতার সঙ্গে তুলনীয় নয় ৷ আর না তো এটি কোনও যৌন মানসিকতা থেকে করা হয়েছে ৷