পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aayna 2021 : বহুত্ববাদের সংস্কৃতি সংরক্ষণে তৎপর তেলাঙ্গানার সংস্কৃতি দফতর

হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ থিয়েটারে বসেছে চতুর্থ তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের (Telangana Bengali Film Festival) আসর ৷ অতিমারী পরবর্তী বিষন্নতা ভুলে বাংলা সিনেমা উদযাপনে মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা ৷ সেই আনন্দে সামিল তেলেঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও ৷

Aayna 2021
আনন্দে সামিল তেলেঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও

By

Published : Nov 28, 2021, 2:08 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর : হায়দরাবাদ বাঙালি সমিতির (Hyderabad Bangalee Samity) উদ্যোগে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার এই মঞ্চে মিলে যাচ্ছে বাংলা-তেলাঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি ৷ তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না 2021 (Telangana Bengali Film Festival, Aayna 2021) পাশে পেয়েছে তেলাঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও (Department of Tourism and Culture, Telangana Government) ৷

পূর্ব এবং দক্ষিণের দুই রাজ্যের সংস্কৃতির আদানপ্রদানে বদ্ধপরিকর তেলাঙ্গানার পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভি. শ্রীনিবাস গৌড়াও ৷ ইটিভি ভারতকে তিনি জানালেন, ‘‘তেলেঙ্গানার গঠনের আগে থেকেই হায়দরাবাদ ভারতের অন্যান্য রাজ্যের সংস্কৃতির মেলনন্ধন ঘটিয়ে আসছে ৷ এখানে যেমন বাঙালিরা থাকেন, সেরকমই মারাঠিরাও থাকেন ৷ ফলে এখানে যেমন ওনাম পালিত হয়, সেরকমভাবেই বাঙালিদের বিভিন্ন উৎসবও পালন করা হয় ৷ আমাদের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে যথেষ্ট তৎপর ৷ আগামী দিনে আরও বেশি করে এই বিষয়গুলি নিয়ে আমরা ভাবনা-চিন্তা করব ৷’’

বহুত্ববাদের সংস্কৃতি সংরক্ষণে তৎপর তেলাঙ্গানার সংস্কৃতি দফতর

আরও পড়ুন : Aayna 2021 : তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মিলে গেল দুই রাজ্যের সংস্কৃতি

প্রত্যেক বছরেই কলকাতা থেকে এই ফিল্ম ফেস্টিভ্যালে আসেন একঝাঁক চলচ্চিত্র তারকা ৷ এর আগে এখানে মঞ্চ মাতিয়ে গিয়েছেন রাখী গুলজার, অপর্ণা সেন, প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেবের মতো অভিনেতারা ৷ এবছরে সেই তালিকায় ছিলেন মুনমুন সেন, বিদিপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, গৌরব চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উজ্জ্বল বসুর মতো টলিউডের অনেক পরিচিত মুখ ৷ 26-28 নভেম্বর, টানা তিন দিন চলবে এই চলচ্চিত্র উৎসব ৷ বাংলা সিনেমা নির্ভয়া, দুধ-পিঠের গাছ, শহরের উপকথার পাশাপাশি স্ক্রিনিং হবে জনপ্রিয় তেলেগু সিনেমা লাভ স্টোরিরও ৷

ABOUT THE AUTHOR

...view details