হায়দরাবাদ, 28 নভেম্বর : হায়দরাবাদ বাঙালি সমিতির (Hyderabad Bangalee Samity) উদ্যোগে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার এই মঞ্চে মিলে যাচ্ছে বাংলা-তেলাঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি ৷ তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না 2021 (Telangana Bengali Film Festival, Aayna 2021) পাশে পেয়েছে তেলাঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও (Department of Tourism and Culture, Telangana Government) ৷
পূর্ব এবং দক্ষিণের দুই রাজ্যের সংস্কৃতির আদানপ্রদানে বদ্ধপরিকর তেলাঙ্গানার পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভি. শ্রীনিবাস গৌড়াও ৷ ইটিভি ভারতকে তিনি জানালেন, ‘‘তেলেঙ্গানার গঠনের আগে থেকেই হায়দরাবাদ ভারতের অন্যান্য রাজ্যের সংস্কৃতির মেলনন্ধন ঘটিয়ে আসছে ৷ এখানে যেমন বাঙালিরা থাকেন, সেরকমই মারাঠিরাও থাকেন ৷ ফলে এখানে যেমন ওনাম পালিত হয়, সেরকমভাবেই বাঙালিদের বিভিন্ন উৎসবও পালন করা হয় ৷ আমাদের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে যথেষ্ট তৎপর ৷ আগামী দিনে আরও বেশি করে এই বিষয়গুলি নিয়ে আমরা ভাবনা-চিন্তা করব ৷’’