নয়াদিল্লি, 14 জানুয়ারি: দিল্লিবাসী শনিবার মরশুমের শীতলতম দিন দেখলেও আজ, রবিবার খানিকটা পারদ চড়ল ৷ যদিও বিশেষ হেরফের নেই ৷ রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে ৷ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.6 ৷ সবমিলিয়ে রাজধানীতে জারি রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা ৷ সেইসঙ্গে ঘন কুয়াশার দৃশ্যমানত্য আরও কমেছে দিল্লিতে ৷ ব্যাহত হয়েছে রেল এবং বিমান পরিষেবা ৷ দিল্লি-সহ উত্তরভারত জুড়ে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো মেঘলা থাকার পর সন্ধ্যা থেকে কুয়াশার চাদরে ঢাকছে রাজধানী।
সংবাদসংস্থা এএনআইজানিয়েছে, চলতি শীতের মরশুমে প্রথমবারের মতো গঙ্গানগর, পাতিয়ালা, অম্বালা, চণ্ডীগড়, পালাম, সফদারজং, বেরেলি, লখনউ, বাহরাইচ, বারাণসী, প্রয়াগরাজ এবং তেজপুরে (অসম) দৃশ্যমান্যতা শূন্য হয়ে গিয়েছে ৷ এদিন খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে সকালের সাতটি বিমানের অভিমুখ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এক আধিকারিক বলেন, "ভোর 4:30টা থেকে 7.30টার মধ্যে 6টি বিমানের গতিপথ বদলে জয়পুরে এবং 1টি বিমান অভিমুখ বদলে মুম্বই করে দেওয়া হয়েছে।