পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Multi-Vehicle Collision in Ghaziabad: ঘন কুয়াশার জের, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির ধাক্কায় আহত অনেকে

ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাবে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে (Multi-Vehicle Collision in Ghaziabad) ৷ ঘটনায় বহু মানুষ কমবেশি আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, কুয়াশার কারণে একটি ট্রাক গতি কমিয়ে দেওয়ার পরেই পিছনের সব গাড়ি একে অন্যকে ধাক্কা মারে ৷

By

Published : Feb 19, 2023, 3:16 PM IST

Multi-Vehicle Collision in Ghaziabad ETV BHARAT
Multi-Vehicle Collision in Ghaziabad

গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: গাজিয়াবাদে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ঘন কুয়াশায় দৃশ্যমানতা না-থাকায় একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ (Multi-Vehicle Collision on Delhi Meerut Expressway) ৷ রবিবার সকালের এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন ৷ বেশ কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুরোপুরি বন্ধ হয়ে যায় দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে নামে ৷ এরপর প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷

গাজিয়াবাদ গ্রামীণের ডেপুটি কমিশনার অফ পুলিশ রবি কুমার জানিয়েছেন, অধিকাংশের সামান্য কমবেশি আঘাত লেগেছে ৷ কয়েকজনের গুরুতর চোট রয়েছে ৷ তাঁদের সবাইকে কাছের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করেছে বলে জানিয়েছেন গাজিয়াবাদ গ্রামীণের ডিসিপি ৷ আজ সাত-সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কমছিল ৷ সেই কারণে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে ৷

ডিসিপি জানিয়েছেন, ঘনকুয়াশা থাকায় প্রথমে একটি ট্রাকের চালক গাড়ির গতি কমিয়ে দেন ৷ এরপরেই পিছনে থাকা গাড়িগুলি একে অন্যকে ধাক্কা মারতে থাকে ৷ এমনকী কয়েকটি গাড়ি দুর্ঘটনার জেরে ছিটকে পাশের ডিভাইডারে গিয়েও ধাক্কা মারে ৷ কিছু কিছু গাড়ি পুরোপুরিভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ ঘটনার পর অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে ৷ সামান্য চোট-আঘাত যাদের লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা, কর্নাটকে মৃত কমপক্ষে 9

একইরকম দুর্ঘটনা গতবছরও ঘটেছিল নয়ডায় ৷ যেখানে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয় এবং 24 জন আহত হয়েছিলেন ৷ পুলিশ সেই ঘটনায় জানিয়েছিল, ঘন কুয়াশার কারণে দুই গাড়ির চালক কিছুই দেখতে পাননি ৷ আর সেই কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে ৷

ABOUT THE AUTHOR

...view details