দিসপুর, 31 মে : কোভিড নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্স পেলেন না এক মহিলা ৷ মেয়েকে নিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি ৷ সেই সময়ই দু'জন লোক মহিলাকে তুলে নিয়ে গিয়ে চা-বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ গত 27 মে ঘটনাটি ঘটেছে অসমের চড়াইদেও জেলায় ৷ দু'দিন পর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন ৷
ওই মহিলার পরিবার কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিল ৷ মহিলা এবং তাঁর স্বামী করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন ৷ তবে পরে শারীরিক অবস্থার অবনতি হলে মহিলা এবং তাঁক স্বামী-সহ পরিবাররে অন্যদেরও হাসপাতালে ভর্তি করা হয় ৷
নির্যাতিতার মেয়ে জানান, কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর আবার তাঁরা কোভিড নেগেটিভ হন ৷ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি ফিরে যেতে বলে ৷ তাঁরা বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স চাইলে কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে সে পরিষেবা তাঁরা পাবেন না ৷
অভিযোগ, গত 27 মে দুপুর আড়াইটে নাগাদ ওই পরিবারকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ৷ হাসপাতাল থেকে ওই পরিবারের গ্রামটি কমবেশি 25 কিলোমিটার দূরে ৷ দুপুরের পর হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে তার ওপর আবার রাত্রিকালীন কারফিউ চলার জন্য এই পরিবার সেই রাতটা হাসপাতালেই থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানায় ৷ কিন্তু হাসপাতাল তা মানতে না চাওয়ায় বাধ্য হয়েই তাঁদের হেঁটে বাড়ি ফিরতে হয় ৷ সেদিন মা-মেয়ে হেঁটে ফিরছিলেন ৷ বাড়ি ফেরার পথেই ঘটে ওই ঘটনা ৷