নয়াদিল্লি, 12 অগস্ট: কৃষিবিল সংসদে পাস হওয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন বিরোধীরা ৷ আজ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সংসদের বিজয়া চক থেকে মিছিল করলেন বিরোধী দলের সাংসদরা ৷ মিছিল থেকে প্ল্যাকার্ড হাতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি সহ অন্যান্যরা ৷
সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেন বিরোধী সাংসদরা ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, " আমাদের সংসদের মধ্যে বলতে দেওয়া হয়নি ৷ তাই আমরা এখানে সংবাদ মাধ্যমের সামনে বলতে এসেছি ৷ এটা গণতন্ত্রের হত্যা ৷ সংসদের 60 শতাংশ অধিবেশন হয়নি ৷ " এজন্য তিনি সরকারের দিকেই আঙুল তুলেছেন ৷ এমনকি রাজ্যসভাতেও বিরোধীদের আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেন রাহুল গান্ধি ৷