কলকাতা, 21 অক্টোবর : পশ্চিমবঙ্গে দেশি মদের চাহিদা এবং বিক্রি ক্রমেই বেড়ে চলেছে । সেই তুলনায় বাজারে অনেকটাই পড়তি ইন্ডিয়ান-মেড ফরেন লিকার (Indian-Made Foreign Liquor), যাকে সংক্ষেপে বলা হয় IMFL এবং বিয়ারের চাহিদা । এই পুজোর মরসুমে রাজ্যে মদ বিক্রির পরিসংখ্যান দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে । বলে রাখা ভাল, রাজ্য সরকার পরিচালিত ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (West Bengal State Beverages Corporation) বা BEVCO-ই হল রাজ্যের একমাত্র অনুমোদিত পাইকারি মদ বিক্রয়কারী সংস্থা ।
আরও পড়ুন : Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার
দেখে নেওয়া যাক, পুজোর মরশুমে BEVCO-র কাছ থেকে রাজ্যের খুচরো মদ বিক্রেতারা কোন ধরনের মদ কত পরিমাণে কিনেছে । চলতি অক্টোবর মাসের প্রথম 12 দিনে BEVCO-র কাছ থেকে খুচরো মদ বিক্রেতারা তুলেছে 1.46 কোটি লিটার দেশি মদ, রাজ্য আবগারি দফতরের হিসাব অনুযায়ী বিগত পাঁচ বছরের মধ্যে যা সর্বোচ্চ । সেই তুলনায় ওই একই সময়ে IMFL বা বিয়ারের চাহিদা অনেকটাই কম ছিল ৷ প্রথম 12 দিনে, BEVCO-র কাছ থেকে রাজ্যের খুচরো মদ বিক্রেতারা তুলেছে মাত্র 37.93 লক্ষ লিটার বিদেশি মদ, যা দেশি মদের বিক্র্রির পরিসংখ্যানের মাত্র 26 শতাংশ । বিদেশি মদের তুলনায় সামান্য বেশি হলেও ওই একই সময়ে বিয়ার বিক্রির পরিসংখ্যানও দেশি মদ বিক্রির তুলনায় নস্যি ৷ BEVCO-র কাছ থেকে রাজ্যের খুচরো মদ বিক্রেতারা তুলেছে মাত্র 43.74 লিটার বিয়ার, যা দেশি মদের বিক্রির পরিসংখ্যানের মাত্র 30 শতাংশ ।