পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Deluge dampens G20 summit: বৃষ্টিতে জলমগ্ন ভারত মণ্ডপম, ‘সফল জি20’র মাঝেই কটাক্ষ জারি কংগ্রেসের - Deluge dampens G20 summit

ইতিহাস বলছে, ভারতের পৌরহিত্যে জি20 সম্মেলন ইতিহাস গড়েছে ৷ বিশ্বের তাবড় তাবড় নেতাদের সোশাল মিডিয়া পোস্ট বলছে, ভারতের পৌরহিত্যে জি20 সম্মেলন ‘ঐতিহাসিক’ ৷ ব্যতিক্রম, কংগ্রেস ৷ ক্রমাগত কটাক্ষ ছুঁড়ে দিয়েছে দেশের বিরোধী দল ৷ এবার বৃষ্টিতে প্রায় ভাসমান ভারত মণ্ডপমকে হাতিয়ার করল কংগ্রেস ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 5:38 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: রাজধানীর প্রবল বৃষ্টিতে জলমগ্ন ভারত মণ্ডপম চত্বর ৷ তা নিয়ে বিজেপি’কে কটাক্ষ করল কংগ্রেস ৷ বিরোধী দলের এক্স হ্যান্ডেলে জল জমা চত্বরের ভিডিয়ো প্রকাশ করে লেখা হয়েছে, ‘‘উন্নয়নের বেহাল দশা ৷ ভারত মণ্ডপম চত্বর সাজাতে 2700 কোটি টাকা খরচ করেছিল সরকার ৷ একবার বৃষ্টি হতেই সমস্ত ধুয়ে সাফ হয়ে গিয়েছে ৷’’ এর আগে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর নৈশভোজে আমন্ত্রণ না-জানানোয় কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন রাহুল গান্ধিরা ৷

ভারত বলে, বসুধৈব কুটুম্বকম ৷ অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার ৷ তার সঙ্গেই জুড়েছিল এক ভবিষ্যৎ ৷ দেশে অনুষ্ঠিত মেগা ইভেন্টে এই ঐক্যের সুরই ধ্বনিত হয়েছে প্রতিক্ষণে ৷ বিশ্বের তাবড় তাবড় নেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছিল ভারত মণ্ডপম ৷ শুধু অভ্যর্থনাই নয়, কূটনীতির লড়াইয়েও সফল ‘মোদি অ্যান্ড কোং’ ৷ ইতিহাস বলছে, ভারতের পৌরহিত্যে জি20 সম্মেলন ইতিহাস গড়েছে ৷

আরও পড়ুন: জি20’র নৈশভোজে মোদি-নীতীশ সাক্ষাৎ, বিজেপি শিবিরের সঙ্গে খোশমেজাজে বিহারের মুখ্যমন্ত্রী

রাজধানীতে আয়োজিত সম্মেলনে আলোচিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ৷ সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন ৷ গ্লোবাল সাউথের ধ্বনি তুলেছিল ভারতই ৷ নয়াদিল্লির চেষ্টাতেই 20 থেকে 21-শে পা দিয়েছে গোষ্ঠী ৷ ভারতের প্রস্তাবিত দিল্লি ঘোষণাপত্রে সহমত হয়েছে সমস্ত দেশ ৷ বৈঠকের শেষ দিনেও ঐক্যের সুর বেজেছে ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, অসাধ্যসাধন করেছে ভারত ৷ জি20 সম্মেলনকে ‘ঐতিহাসিক ও যুগান্তকারী’ বলেও বর্ণনা করেছেন অনেকে ৷ এদিন আনুষ্ঠানিকভাবে জি20 প্রেসিডেন্সির হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে সঁপে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

সেই সুরই খানিক নড়ে গিয়েছিল জল জমায় ৷ এদিনও সকাল থেকেই বারিধারায় ভিজেছে নয়াদিল্লি ৷ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস ৷ দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, যা গড় তাপমাত্রা থেকে দুই ধাপ কম । আইএমডি জানিয়েছে, দিল্লি সকাল 8:30টা পর্যন্ত 39 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷ যা গ্রীষ্মের তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি দিলেও জল জমেছে রাজধানীর বিভিন্ন প্রান্তে ।

যদিও বৃষ্টি মাথায় নিয়েই রাজঘাটে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা ৷ খাদির তৈরি সাদা কুর্তা, পাজামা পরে তাঁদের নেতৃত্ব দিলেন নরেন্দ্র মোদি ৷ তাই বৃষ্টির দাপটে ভারত মণ্ডপম ভাসলেও, রাজনৈতিক মহলের একাংশের দাবি, মহাত্মা গান্ধির সমাধিস্থলের সমাবেশ বুঝিয়ে দিয়েছে কংগ্রেসের কটাক্ষে নয়, জি20-এর সাফল্যেই মজে দেশ ৷

(অতিরিক্ত তথ্য: পিটিআই)

আরও পড়ুন: রাশিয়ার আগ্রাসনের সময় বিশ্বকে শান্তি ও ঐক্যের বার্তা পাঠাল ভারত, জি20 শেষে বললেন ম্যাক্রোঁ

ABOUT THE AUTHOR

...view details