নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: রাজধানীর প্রবল বৃষ্টিতে জলমগ্ন ভারত মণ্ডপম চত্বর ৷ তা নিয়ে বিজেপি’কে কটাক্ষ করল কংগ্রেস ৷ বিরোধী দলের এক্স হ্যান্ডেলে জল জমা চত্বরের ভিডিয়ো প্রকাশ করে লেখা হয়েছে, ‘‘উন্নয়নের বেহাল দশা ৷ ভারত মণ্ডপম চত্বর সাজাতে 2700 কোটি টাকা খরচ করেছিল সরকার ৷ একবার বৃষ্টি হতেই সমস্ত ধুয়ে সাফ হয়ে গিয়েছে ৷’’ এর আগে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর নৈশভোজে আমন্ত্রণ না-জানানোয় কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন রাহুল গান্ধিরা ৷
ভারত বলে, বসুধৈব কুটুম্বকম ৷ অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার ৷ তার সঙ্গেই জুড়েছিল এক ভবিষ্যৎ ৷ দেশে অনুষ্ঠিত মেগা ইভেন্টে এই ঐক্যের সুরই ধ্বনিত হয়েছে প্রতিক্ষণে ৷ বিশ্বের তাবড় তাবড় নেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছিল ভারত মণ্ডপম ৷ শুধু অভ্যর্থনাই নয়, কূটনীতির লড়াইয়েও সফল ‘মোদি অ্যান্ড কোং’ ৷ ইতিহাস বলছে, ভারতের পৌরহিত্যে জি20 সম্মেলন ইতিহাস গড়েছে ৷
আরও পড়ুন: জি20’র নৈশভোজে মোদি-নীতীশ সাক্ষাৎ, বিজেপি শিবিরের সঙ্গে খোশমেজাজে বিহারের মুখ্যমন্ত্রী
রাজধানীতে আয়োজিত সম্মেলনে আলোচিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ৷ সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন ৷ গ্লোবাল সাউথের ধ্বনি তুলেছিল ভারতই ৷ নয়াদিল্লির চেষ্টাতেই 20 থেকে 21-শে পা দিয়েছে গোষ্ঠী ৷ ভারতের প্রস্তাবিত দিল্লি ঘোষণাপত্রে সহমত হয়েছে সমস্ত দেশ ৷ বৈঠকের শেষ দিনেও ঐক্যের সুর বেজেছে ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, অসাধ্যসাধন করেছে ভারত ৷ জি20 সম্মেলনকে ‘ঐতিহাসিক ও যুগান্তকারী’ বলেও বর্ণনা করেছেন অনেকে ৷ এদিন আনুষ্ঠানিকভাবে জি20 প্রেসিডেন্সির হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে সঁপে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷