পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delta plus patient dies : দুটি ডোজ়ের পরও হল না রক্ষা, মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাস আক্রান্তের মৃত্যু - মহারাষ্ট্রে মৃত ডেল্টা প্লাস আক্রান্ত মহিলা

এই প্রথম মুম্বইয়ে মৃত্যু হল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর ৷ গতমাসে রত্নাগিরির 80 বছরের এক মহিলার মৃত্যু হয় ডেল্টা ভ্যারিয়েন্টে ।

Delta plus patient dies
Delta plus patient dies

By

Published : Aug 13, 2021, 7:43 AM IST

মুম্বই, 13 অগস্ট : মুম্বইয়ে বাড়ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৷ তার মাঝেই ডেল্টা প্লাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু দেখল বাণিজ্য নগরী ৷ করোনার এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন 63 বছরের এক মহিলা ৷ সম্প্রতি তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুর পরে ওই মহিলার জেনোমিক সিকুইয়েন্সিং পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত ছিলেন ৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল, মৃত মহিলা করোনা টিকার দুটি ডোজ়ই নিয়েছিলেন ৷

গত 11 অগস্ট ডেল্টা প্লাসে আক্রান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মহারাষ্ট্র সরকার ৷ জানা গিয়েছে, করোনার উপসর্গ নিয়ে গত 21 জুলাই ওই মহিলা হাসপাতালে ভর্তি হন ৷ শুকনো কাশি, স্বাদহীনতা, শরীরে ব্যথা, মাথাব্যথার মতো করোনা সবরকম উপসর্গ ছিল তাঁর ৷ অবস্থার অবনতি হওয়ায় 24 জুলাই ওই মহিলাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৷ এছাড়া স্টেরয়েড, রেমিডিসিভির দেওয়া হচ্ছিল ৷ 27 জুলাই ষাটোর্ধ্ব ওই মহিলার মৃত্যু হয় ৷

আরও পড়ুন : West Bengal Corona Update : রাজ্যে বাড়ল সংক্রমণ, সর্বাধিক উত্তর 24 পরগনায়; সবচেয়ে কম পুরুলিয়ায়

পরে জানা যায়, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (AY.1 স্ট্রেন) -এ আক্রান্ত ছিলেন তিনি ৷ যদিও ওই মহিলার আরও কিছু শারীরিক সমস্যা ছিল ৷ ফুসফুসে সমস্যা ছিল তাঁর ৷ মহিলার পরিবারের আরও ছয়জন করোনায় আক্রান্ত ৷ তার মধ্যে দুজনের শরীরে ডেল্টা প্লাসের খোঁজ পাওয়া গিয়েছে ৷ অন্যদিকে, গতমাসে রত্নাগিরির 80 বছরের এক মহিলার মৃত্যু হয় ৷ সেটা ছিল মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের প্রথম মৃত্যু ৷

ABOUT THE AUTHOR

...view details