জম্মু, 6 জুলাই : আজ জম্মু-কাশ্মীরে পৌঁছাচ্ছে নির্বাচন কমিশনের (Election Commission) ডিলিমিটেশন কমিশন (The Delimitation Commission) ৷ দু'দিনের এই সফরে কেন্দ্রশাসিত অঞ্চলটির (Union Territory) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় প্রশাসনের আধিকারিক আর অন্যান্য় সংগঠনের সঙ্গে দেখা করবে কমিশনের সদস্যরা ৷ মোদি সরকার জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়ার কথা ভাবছে, তারই প্রস্তুতি পর্ব হিসেবে এই পরিদর্শন ৷
কংগ্রেস, বিজেপি আর জম্মু-কাশ্মীরের প্রথম সারির নেতাদের দলগুলি কমিশনকে স্বাগত জানিয়েছে ৷ তাঁদের সঙ্গে দেখা করে সমস্ত সম্প্রদায়ের তরফে পরিচ্ছন্ন ভাবমূর্তি জানানোর দাবি জানাবেন নেতারা ৷
"আইনি আর যৌক্তিক সীমা নির্ধারণ"-এর (lawful and logical delimitation) দাবি জানাবে জম্মু-কাশ্মীরের বিজেপি দল, জানালেন রবীন্দর রায়না (Ravinder Raine) ৷ তিনি বলেন, "1985 সালে বিধানসভায় জম্মু-কাশ্মীরের আসনের ডিলিমিটেশন নিয়ে আজও প্রশ্ন ওঠে ৷ কারওর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে না, আর প্রত্যেককে সমান প্রতিনিধিত্বের অধিকার দেওয়া হবে ৷" এর আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিজেপি নেতা কভিন্দর গুপ্তা জানালেন যে ডিলিমিটেশন দু'ভাগে হোক, পাহাড়ি অঞ্চল (hill area) আর সমভূমি (plains) ৷ তিনি আশা করেন এবার যে নির্বাচনকেন্দ্রগুলি উঠে আসবে, তাতে জম্মু-কাশ্মীরের প্রতি সুবিচার হবে ৷ আর এই নির্বাচনকেন্দ্রগুলি তৈরিতে ভোটদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷