নয়াদিল্লি, 7 নভেম্বর: দিল্লিতে সামান্য কমল দূষণের মাত্রা ৷ সোমবার যেখানে বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল 421, মঙ্গলবার সেখানে কমে তা হয়েছে 394 ৷ রাজধানীর প্রতিবেশী রাজ্য রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের অনেক শহর ও শহরতলিগুলিও বায়ুতে দূষণের মাত্রা বেড়েছে ৷ এমনটাই একিউআই রিপোর্টে উঠে এসেছে ৷ এছাড়াও শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকারক পিএম2.5 সূক্ষ্মকণার ঘনত্ব সরকার-নির্ধারিত নিরাপদ সীমা অতিক্রম করেছে ।
গাজিয়াবাদে 338, গুরুগ্রাম 364, নয়ডা 348, গ্রেটার নয়ডা 439 এবং ফরিদাবাদ 382 একিউআই রেকর্ড করা হয়েছে । দীপাবলির পরে বাতাসের মান আরও খারাপ হতে পারে ৷ এই প্রত্যাশা করে দিল্লি সরকার সোমবার চার বছর পর তার ফ্ল্যাগশিপ অড-ইভেন স্কিম ফেরত দেওয়ার ঘোষণা করেছে । এই স্কিমে গাড়িগুলিকে তাদের বিজোড় বা জোড় নম্বর প্লেটের উপর ভিত্তি করে বিকল্প দিনে চালানোর অনুমতি দেওয়া হয় ।
শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট এবং এভিডেন্স ফর পলিসি ডিজাইন 2016 সালে অড-ইভেন সিস্টেমের প্রভাব বিশ্লেষণ করেছে ৷ তারা দেখেছে যে এই স্কিম কার্যকর থাকার সময় সেই বছরের জানুয়ারিতে দিল্লিতে পিএম2.5 মাত্রা 14-16 শতাংশ হ্রাস পেয়েছে । তবে সেই বছর এপ্রিলে এই স্কিমটি ফিরিয়ে আনা হলে দূষণের মাত্রা কমেনি ।