পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির দূষণমাত্রা "অতি খারাপ" পর্যায়ে - মৌসম ভবন

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে দিনের বেলায় 10 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইছে ৷ যা রাতে একদমই বন্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে, দিল্লিতে দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে ৷ আগামী কয়েকদিনে রাজধানী ও তার আশপাশের এলাকায় বাতাসের গতি আরও কমবে, ফলে দূষণের মাত্রা আরও বাড়বে বলে মনে করছে মৌসম ভবন ৷

delhis-air-quality-turns-very-poor
‘অতি খারাপ’ পরিস্থিতিতে দিল্লির দূষণমাত্রা

By

Published : Nov 30, 2020, 2:20 PM IST

দিল্লি, 30 নভেম্বর : ফের খারাপের দিকে জাতীয় রাজধানীর দূষণ সূচক ৷ গত বৃহস্পতিবারের পর সোমবার আবারও দিল্লির দূষণ সূচক তিনশো পেরলো ৷ আর সেই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে গেছে দিল্লির হাওয়া এবং ঠান্ডা ৷ যার জেরে ক্রমশ দূষণের মাত্রা বেড়ে চলেছে ৷ সোমবার দিল্লির দূষণ সূচক 307 পরিমাপ করা হয়েছে ৷ যা 24 ঘণ্টা আগে, অর্থাৎ, রবিবার 268 ছিল ৷ শনিবার ছিল 231, শুক্রবার 137, বৃহস্পতিবার 302 এবং বুধবার 413.

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে দিনের বেলায় 10 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইছে ৷ যা রাতে একদমই বন্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে, দিল্লিতে দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে ৷ আগামী কয়েকদিনে রাজধানী ও তার আশপাশের এলাকায় বাতাসের গতি আরও কমবে, ফলে দূষণের মাত্রা আরও বাড়বে বলে মনে করছে মৌসম ভবন ৷ যা ধীরে ধীরে গুরুতর পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শূন্য় থেকে 50এর মধ্য়ে বায়ুর সূচক থাকলে তা ভালো বলে ধরা হয় ৷ 51-100 পর্যন্ত তা সন্তোষজনক, 101-200 পর্যন্ত পরিমিত, 201-300 খারাপ, 301-400 খুব খারাপ এবং 401-500-র মধ্য়ে থাকলে তা গুরুতর পরিস্থিতি বলে বিবেচ্য় হয় ৷ এই পরিস্থিতিতে দিল্লিতে দূষণের সূচক 307এ রয়েছে ৷ যা অতি খারাপ পরিস্থিতি ৷ রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 6.9 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল বলে জানিয়েছে মৌসম ভবন ৷ দিল্লির আকাশে বাতাসের গতি না থাকায় এবং অতিরিক্ত ঠান্ডা দূষণকে মাটির আরও কাছে নিয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ৷

মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স বিভাগের তরফে জানানো হয়েছে, রবিবার দিল্লির প্রতিবেশী রাজ্য়গুলি থেকে ধানের নাড়া পোড়ানোর ফলে দূষণের মাত্রা 6 শতাংশ ছিল ৷ শনিবার যা ছিল 4 শতাংশ, শুক্রবার 2 শতাংশ এবং বৃহস্পতিবার তা ছিল 1 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details