পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে বায়ুর গুণগত সূচকের সামান্য উন্নতি - দিল্লিতে দূষণের মাত্রা তুলনামূলক হ্রাস

আজ দিল্লিতে দূষণের মাত্রা তুলনামূলকভাবে কম, যদিও তা বিপজ্জনক ৷ 24 ঘণ্টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 302 হয়েছে ৷ সোমবার ছিল 293 AQI, রবিবার ছিল 364 AQI ৷

বাতাসের গতি বৃদ্ধির কারণে দিল্লিতে দূষণের মাত্রা তুলনামূলক হ্রাস পেয়েছে
বাতাসের গতি বৃদ্ধির কারণে দিল্লিতে দূষণের মাত্রা তুলনামূলক হ্রাস পেয়েছে

By

Published : Nov 5, 2020, 12:39 PM IST

দিল্লি, 4 নভেম্বর : অনুকূল আবহাওয়ার কারণে বুধবার রাজধানীর কিছুটা হলেও কম দূষিত হয়েছে ৷ তবে এখনও পরিস্থিতি খারাপ ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিসটেম (AQEWS)-র তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পঞ্জাবে ফায়ার কাউন্ট তুলনামূলকভাবে কম হয়েছে (প্রায় 2 হাজার 400), কিন্তু রাজধানীসহ দেশের উত্তর পশ্চিমভাগে দূষণের মাত্রা এখনও উচ্চ ৷

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার দূষণের পরিমাণ পূর্বের তুলনায় 10 শতাংশ কমেছে ৷ বাতাসের দিক পরিবর্তনের কারণে তা কমেছে বলে জানা গেছে ৷ বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে সকাল দশটা নাগাদ বাতাসের গুণমান গিয়ে দাঁড়িয়েছে 279 AQI ৷ গত 24 ঘণ্টায় AQI ছিল গড়ে 302 ৷ সোমবার ও রবিবারে ছিল যথাক্রমে 293 AQI ও 364 AQI ৷

0 থেকে 50 AQI হল ভালো, 51 থেকে 100 AQI হল সন্তোষজনক, 101 থেকে 200 AQI হল মাঝারি, 201 থেকে 300 AQI হল খারাপ, 301 থেকে 400 AQI হল খুব খারাপ, এবং 401 থেকে 500 AQI হল গুরুতর ৷

ভূ বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাতাসের গুণমান পর্যবেক্ষক সফর(SAFAR) জানিয়েছে, সোমবার দিল্লিতে ধোঁয়াশার কারণে দূষিত হয় 16 শতাংশ, রবিবার 80 শতাংশ(যা এই মরশুমে তুলনামূলকভাবে অনেক বেশি ) ৷ শনিবার ছিল 32 শতাংশ, শুক্রবার 19 শতাংশ, বৃহস্পতিবার 36 শতাংশ ছিল ৷ সফরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর 1 নভেম্বরে দূষণের মাত্রা ছিল 88 শতাংশ ৷

মৌসম ভবন সূত্রে জানা গেছে, বুধবার হাওয়ার সর্বাধিক গতিবেগ 15 কিমি প্রতি ঘণ্টা ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস ৷ হাওয়ার গতিবেগ কম ও নিম্ন তাপমাত্রায় দুষণ বৃদ্ধি পায় ৷ বাতাসের গতি অনুকূল থাকলে দূষণ ছড়িয়ে পড়ে ৷ বুধবার এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম অনুসারে জানানো হয়েছে, বুধবার বাতাসের ঘনত্ব ও গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে 95 হাজার বর্গমিটার, যা দূষণের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে ৷ অপেক্ষাকৃত শীতল দিনে দূষিত পদার্থ বাতাসে মিশতে পারে না ৷ বাতাসের গতিবেগ 10 কিমি/ঘণ্টার কম, এবং ঘনত্ব প্রতি সেকেণ্ডে 6 হাজার বর্গমিটার হলে দূষিত পদার্থ বাতাসে ছড়ায় না ৷

ABOUT THE AUTHOR

...view details