নয়াদিল্লি, 23 নভেম্বর: কিছুটা উন্নতি হল রাজধানীর বাতাসের (Delhi's Air Quality Improves) ৷ তবুও দূষণ এখনও এতটাই যে, তা এখনও খারাপের ক্যাটেগরিতেই রয়ে গিয়েছে ৷ মঙ্গলবার সকাল 9টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index) বা AQI 276 ছিল ৷ আর হাওয়ার গতিও ছিল অনুকূল, ঘণ্টায় 25 কিলোমিটার পর্যন্ত ৷ যা দূষণ কিছুটা কমাতে সাহায্য করেছে ৷ ফলে বায়ুর মান 'খুব খারাপ' থেকে 'খারাপ'-এ এসে পৌঁছেছে ৷
জাতীয় আবহাওয়া দফতরের (India Meteorological Department on Delhi Air Quality) আধিকারিকরা জানিয়েছেন, রবিবার বাতাসের বেগ ঘণ্টায় 20 কিলোমিটার ও সোমবার বাতাসের বেগ ঘণ্টায় 25 কিলোমিটার ছিল, যা বায়ুর মানের উন্নতি ঘটাতে সাহায্য করেছে ৷
রবিবার (349) ও সোমবারে (311) রাজধানীর বায়ুর মান ছিল 'খুব খারাপ'৷ তবে আজ সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ৷ প্রতিবেশী ফরিদাবাদ (270), গাজিয়াবাদ (232), গ্রেটার নয়ডা (212), গুরুগ্রাম (273) ও নয়ডা (232)-তেও বাতাসের মানের উন্নতি হয়েছে ৷
আরও পড়ুন:Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের
একিউআই 0 থেকে 50-এর মধ্যে থাকলে তাকে 'ভালো', 51 থেকে 100-র মধ্যে থাকলে তাকে 'সন্তোষজনক', 101 থেকে 200-র মধ্যে থাকলে তাকে 'পরিমিত বা মডারেট'. 201 থেকে 300 পর্যন্ত থাকলে তাকে 'খারাপ', 301 থেকে 400-র মধ্যে থাকলে তাকে 'খুব খারাপ' এবং 401 থেকে 500-র মধ্যে থাকলে তাকে 'সিভিয়র' বা 'গুরুতর' বলে চিহ্নিত করা হয় ৷