পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেট্রোর ট্র্যাকে হাঁটতে হাঁটতেই রেলিং ধরে ঝাঁপ দেওয়ার হুমকি! তরুণীর আত্মহত্যার চেষ্টা রুখল নিরাপত্তা কর্মীরা - রেলিং ধরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

Attempt to die by suicide in Delhi Metro: বাবা-মায়ের সঙ্গে মন কষাকষির জেরে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এক ছাত্রী ৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রোর ট্র্যাকে হেঁটে আত্মহত্যার হুমকিও দিচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনের ৷

ETV Bharat
মহিলা মেট্রো ট্র্যাকে আত্মহত্যা করার চেষ্টা করেন

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:54 AM IST

মধ্য দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনের ট্র্যাকে এক মহিলার আত্মহত্যার চেষ্টা

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: থমকে গিয়েছে মেট্রো ৷ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী ৷ তাঁর হাতে ফোন ধরা রয়েছে ৷ তিনি কারও সঙ্গে কথা বলছেন ৷ কথা বলতে বলতেই তিনি সেতুর নীচে ঝাঁপ দিতে উদ্যত হয়েছেন ৷ সেইমতো রেলিংয়ে উঠতেও শুরু করেছেন ৷

তখন দিনের ব্যস্ত সময় ৷ সেতুর নীচে তখন প্রবল যানজট ৷ গাড়িগুলি থামিয়ে সবাই ওই সেতুর দিকে বা বলা ভালো ওই তরুণীর দিকে তাকিয়ে রয়েছেন এবং তাঁকে থামানোর জন্য চেঁচাচ্ছেন ৷ সোমবার বিকেলে ব্যস্ত রাজধানীর এক মেট্রো স্টেশনে তখন টানটান উত্তেজনা ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

পুলিশ সূত্রের খবর, ওই তরুণী মধ্য দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনে নামেন ৷ এরপর ওই মেট্রো ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন ৷ তাঁর হাতে মোবাইল ছিল এবং তিনি কারও সঙ্গে কথা বলছিলেন ৷ এই অবস্থায় নীচের রাস্তায় ঝাঁপ দেবেন বলে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ ৷ এদিকে সেই সময় রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছিল ৷ এই দৃশ্য দেখে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তড়িঘড়ি ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ ৷ পরে তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷

পরবর্তীতে জানা যায়, ওই তরুণী একজন কলেজ ছাত্রী ৷ তাঁর বাবা-মায়ের সঙ্গে তাঁর কোনও বিষয়ে মতানৈক্য তৈরি হয় ৷ সে বিষয়েই ফোনে কথা কাটাকাটি চলছিল ৷ এক পুলিশ আধিকারিক জানান, বিকেল প্রায় 5.30 মিনিটে এক তরুণী শাদিপুর মেট্রো স্টেশনে নামেন ৷

এরপর তিনি ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন ৷ তাঁকে দেখে নীচে রাস্তার লোকজন চেঁচাতে আরম্ভ করে ৷ সবাই তখন তাঁকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে ৷ এদিকে ওই তরুণী ঝাঁপ দেবেন বলে হুমকি দিচ্ছিলেন ৷ মেট্রো স্টেশনে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ৷ পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারের পরে চিকিৎসক ওই তরুণীর কথা বলেন ৷ এরপর তাঁর বাবা-মায়ের হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷

আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ কারও মনে আত্মহত্যার ভাবনা এলে তাঁরা স্নেহা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ এই সংস্থার ফোন নম্বর- 04424640050 ৷ সপ্তাহের 7 দিন 24 ঘণ্টাই এখানে নিজের মনের কথা খুলে বলা যাবে ৷ এছাড়া এই পরিষেবা পাওয়া যাবে টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেসের আইকলেও ৷ এখানে যোগাযোগের নম্বর 9152987821 ৷ সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কথা বলা যায় ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  2. সাতসকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত
  3. পাশেই দোকান চালান বাবা, মেট্রো স্টেশনে বসে রাতদিন পড়ে শিক্ষক হওয়ার স্বপ্নে বিভোর আবদুল

ABOUT THE AUTHOR

...view details