নয়াদিল্লি ও গাজিয়াবাদ, 19 অক্টোবর:সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল তাঁরই পরিচিত পাঁচজনের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে (Ghaziabad) ৷ বুধবার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয় ৷ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগকারী মহিলাকে ভর্তি করা হয়েছে গুরু তেজবাহাদুর হাসপাতালে ৷ ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তাঁর শরীরে অভ্যন্তরীণ কোনও আঘাত নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে, ওই মহিলার উপর যে যৌন নির্যাতন চালানো হয়েছিল, তার প্রমাণ মিলেছে ৷ তাঁর শরীরে একটি বাইরের জিনিসেরও (Foreign Object) খোঁজ মিলেছে ৷
এদিন সকালে দিল্লি মহিলা কমিশনের পক্ষ থেকে গাজিয়াবাদ পুলিশকে একটি নোটিশ পাঠানো হয় ৷ সূত্রের দাবি, ওই নোটিশে সংশ্লিষ্ট গণধর্ষণের অভিযোগ নিয়ে কোনও বক্তব্য বা পর্যবেক্ষণ ছিল ৷ কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, এই ঘটনা ফের একবার দিল্লির নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) কথা মনে করিয়ে দিল ৷ দিল্লি মহিলা কমিশনের দাবি, গাজিয়াবাদের ঘটনায় আক্রান্ত মহিলাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ সেই সময় তাঁর শরীর শুধুমাত্র পাটের তৈরি ব্যাগ দিয়ে মোড়া ছিল ! তাঁর হাত ও পা বাঁধা ছিল এবং তাঁর গোপন অঙ্গে ঢোকানো ছিল লোহার রড ! ওই মহিলা দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷