নয়াদিল্লি, 7 জুন : আনলক প্রক্রিয়া শুরু করল দিল্লি সরকার ৷ শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে ৷ সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলছে দোকান, বাজার, অফিস ৷
আজ থেকে আনলক শুরু দিল্লিতে, কী খুলছে, আর কী বাদ রইল ? - আনলক প্রক্রিয়া
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে 21 এপ্রিল থেকে কার্ফু জারি করা হয়েছিল দিল্লিতে ৷ সংক্রমণের সংখ্যা কমায় এবার ধাপে ধাপে ছাড়পত্র দিয়ে খুলছে দোকানপাট-সহ অফিস, মেট্রো ৷ তবে শর্তসাপেক্ষে ৷
শুরু হল দিল্লি আনলক
দিল্লির সরকারের তরফে জানানো হয়েছে-
- মলের দোকান, বাজার, মার্কেট কমপ্লেক্স, বাড়ির কাছের দোকানবাজার খোলা হবে জোড়-বিজোড় নীতিতে আর নির্দিষ্ট সময়ে ৷
- যদিও এখনই খুলছে না বিনোদনের সঙ্গে জড়িত কোনও পরিষেবা ৷ বন্ধই থাকছে সিনেমা, থিয়েটার, রেস্তোরাঁ (হোম ডেলিভারি/টেক অ্যাওয়ে ছাড়া), বার, জিম, স্পা, সেলুন, বিউটি পার্লার ৷
- 10 মে থেকে বন্ধ থাকা মেট্রো পরিষেবা চালু হচ্ছে আজ ৷ তবে 50 শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানো হবে ৷
- প্রাইভেট অফিসগুলিতে 50 শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে ৷
আরও পড়ুন : অন্তর্দেশীয় বিমান পরিবহনে শিথিল হতে পারে কড়াকড়ি
- সরকারি অফিসে 100 শতাংশ গ্রুপ-এ কর্মী থাকবে, কিন্তু গ্রুপ-বি কর্মীদের 50 শতাংশ পর্যন্ত আসতে পারবে ৷
- 19 এপ্রিল, 2021 থেকে জারি হওয়া কার্ফুতেও খোলা ছিল মদের দোকান ৷ তবে জোড়-বিজোড় নীতিতে আর সরকারের ঠিক করে দেওয়া সময়ে ৷
- জেলার আয়কর অফিসগুলি খোলা থাকবে ৷ ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার্স, ওয়াটার পিউরিফায়ার সারানোর কাজে যুক্ত কর্মীদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল না 2021-র 25 এপ্রিলের ডিডিএমএ-তে ৷ তাই আলাদা করে কোনও ছাড়পত্রের কথা বলেনি দিল্লি সরকার ৷