নয়াদিল্লি, 5 জুলাই: আবার শিরোনামে স্পাইসজেটের বিমান । এবার করাচিতে জরুরি অবতরণ করল দিল্লি-দুবাইগামী বিমান (Delhi-Dubai Flight Makes an Emergency Landing in Karachi Pakistan) ৷ স্পাইসজেটের এসজি-11 বিমানটিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে নামানো হয় (Indian Flight Land in Pakistan) ৷ বিমানে সফরকারী সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷
এদিন দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানের বিপদ সংকেতের আলো জ্বলতে শুরু করে ৷ তবে, তা ঠিক কী হয়েছে বোঝা যায়নি ৷ ফলে পাইলট বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেন ৷ নিরাপদে করাচি বিমানবন্দের অবতরণ করানো হয় ফ্লাইটটিকে ৷ তবে, অবতরণের সময় কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি বলেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৷