নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: আবারও প্রশ্নের মুখে রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা। তিন বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিল্লির একটি এলাকায় (3 year old allegedly gang raped in South Delhi)। অভিযোগ, স্থানীয় একটি কারখানার দুই শ্রমিক এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে । এই মর্মে শুক্রবারই থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি অন্য কয়েকটি সূত্র ধরেও তদন্ত চলছে ।
পুলিশ জানিয়েছে, এদিন এক মহিলা তাঁর বছর তিনেকের সন্তানকে নিয়ে ফতেপুর থানায় এসে দুই ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগে ওই মহিলা জানান, সকালের দিকে তাঁর মেয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁর মেয়েকে কাছের একটি জঙ্গলের দিকে যেতে দেখা গিয়েছে। সেখানে গিয়ে তিনি দেখতে পান, মেয়ে জঙ্গলের ধারে পড়ে রয়েছে । তাছাড়া তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বেরচ্ছে।
কী হয়েছে জানতে চাওয়ায় নির্যাতিতা শিশুটি প্রথমটায় কোনও কথাই বলতে পারেনি। পরে মা-কে সমস্ত ঘটনা জানায় নির্যাতিতা । এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয় । অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হয় ওই দুই অভিযুক্ত । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। একজনের বয়স 22 বছর, অন্যজনের 27। তাদের বাড়ি মধ্যপ্রদেশে। দু'জনই বিবাহিত। দিল্লি এসেছিল কর্মসূত্রে। দু'জনের বিরুদ্ধেই পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।
রাজধানী দিল্লিতে নারী নির্যাতনের ঘটনা নতুন নয় । 2012 সালের একেবারে শেষ দিকে নির্ভয়াকণ্ডে উত্তাল হয়েছিল দেশ । শুধু প্রতিবাদ বা রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়, নির্ভয়াকাণ্ড গভীর প্রভাব ফেলেছিল দেশের আইন ব্যবস্থার উপরও । দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর 2020 সালের মার্চ ফাঁসে নির্ভয়া ধর্ষক ও খুনিদের ফাঁসি হয়। নির্ভয়া ছাড়া আরও বেশ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা দেখছে দেশের রাজধানী । আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রশ্নে অস্বস্তিতে পড়তে হয়েছে প্রশাসনকেও। এবার আবারও একরত্তিকে গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে ।
আরও পড়ুন: গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর