নয়াদিল্লি, 13 নভেম্বর :সোমবার থেকে আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে রাজধানী দিল্লির স্কুলগুলিতে ৷ ওয়ার্ক ফ্রম হোম করবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকরাও ৷ না, করোনার সংক্রমণ নতুন করে মাত্রা ছাড়ায়নি ৷ মাত্রা ছাড়াচ্ছে দূষণ ৷ আর সেই কারণেই যতটা সম্ভব মানুষের বাইরে বেরোনোয় রাশ টানার চেষ্টা করছে দিল্লির সরকার ৷ কারণ, যাতায়াত কমলে কমবে যানবাহনের ব্যবহার ও কার্বন নির্গমন ৷ তাতে কিছু হলেও দূষণ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সরকার পক্ষ ৷
আরও পড়ুন :Delhi Pollution: দূষণে লাগাম টানতে রাজধানীতে দু’দিনের লকডাউনের সুপারিশ সুপ্রিম কোর্টের
শনিবার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ বৈঠক শেষে তিনি জানান, এখনই লকডাউনের পথে হাঁটতে চাইছেন না তাঁরা ৷ কারণ, তাতে আমজনতার রুজিরুটিতে টান পড়তে পারে ৷ বদলে যতটা সম্ভব মানুষের গতিবিধিতে রাশ টানার একটা চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে টানা এক সপ্তাহ স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠন বন্ধ থাকবে ৷ বদলে পড়াশোনা চলবে অনলাইনে ৷ একই কারণে, সরকারি কর্মচারীরাও বাড়ি থেকেই রোজের কাজ করবেন ৷ 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে যাবতীয় নির্মাণকাজ ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ দূষণ বাগে আনতে দু’দিনের জন্য লকডাউন করারও প্রস্তাব দেয় শীর্ষ আদালত ৷