নয়াদিল্লি, 27 অক্টোবর : করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হওয়ায় আগামী সোমবার থেকে 50 শতাংশ ছাত্রছাত্রী নিয়ে দিল্লিতে খুলছে সব স্কুল (Delhi Schools Reopening)৷ প্রতিটি শ্রেণির পঠন পাঠনই শুরু হচ্ছে ৷ দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ৷
তবে স্কুলে শারীরিক ভাবে উপস্থিত থাকাটা ছাত্র ও অভিভাবকদের ইচ্ছের উপর ছাড়া হয়েছে ৷ ছাত্রদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের উপর জোর দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি ৷ স্কুলে অফলাইনের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও (Online Class)৷
আজ টুইটে মণীশ শিশোদিয়া (Manish Sisodia) জানিয়েছেন, "দিল্লির সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সব ক্লাস 1 নভেম্বর থেকে খোলার অনুমতি দেওয়া হচ্ছে ৷ যদিও স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসও চলবে ৷ যারা অফলাইন ক্লাস করতে চাইবে না, তারা অনলাইন ক্লাসেই যোগ দেবে ৷"
আরও পড়ুন:School Open : নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে 16 নভেম্বর থেকে স্কুল খোলার প্রস্তুতি
স্কুল খুললেও একই সময়ে 50 শতাংশের বেশি ছাত্রছাত্রীকে স্কুল প্রাঙ্গণে ডাকা হবে না বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী ৷ স্কুলের 100 শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী টিকাপ্রাপ্ত, এটা স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে ৷ দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এতদিন পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য রাজধানীর স্কুলগুলি খোলা হয়েছিল ৷
আরও পড়ুন:Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী
দিল্লির কোভিড (Covid 19) পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করে ডিডিএমএ (DDMA) ৷ সেখানেই স্বাস্থ্যসচিব পরামর্শ দেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি শপিং মলে প্রবেশ ও মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে টিকাকরণ বাধ্যতামূলক করতে হবে ৷ গতকাল দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়েছেন 41 জন ৷ এই নিয়ে পরপর চারদিন কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি ৷ রাজধানীর কোভিড সংক্রমণের হার বর্তমানে 0.08 শতাংশ ৷
আরও পড়ুন:School Open: খুলছে স্কুল-কলেজ, কবে চলবে লোকাল ট্রেন ? প্রশ্ন শিক্ষক মঞ্চের