নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর : ঘোষণা অনুযায়ী বুধবার থেকেই দিল্লিতে খুলে গেল স্কুল ৷ কোভিডবিধি মেনে পঠনপাঠন শুরু হল নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ৷ লম্বা বিরতির পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও ৷ ভারতে করোনার প্রাদুর্ভাব শুরু হয় গত বছরের মার্চ মাসে ৷ তারপর থেকেই দেশজুড়ে কার্যকর হয় লকডাউন ৷ বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ মাঝে দিল্লিতে কিছুদিনের জন্য স্কুল খুললেও তারপরই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ ৷ ফের তালা পড়ে স্কুলের গেটে ৷ কিন্তু পরিস্থিতি এখন অনেকটা ভাল ৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকলেও আপাতত নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ ৷ আর সেই কারণেই দিল্লিতে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ একইসঙ্গে, এদিন থেকেই তামিলনাড়ু, তেলাঙ্গনা এবং অসমেও স্কুল খুলে গিয়েছে ৷ অন্যদিকে, গত মাসের 2 তারিখ থেকেই পঠনপাঠন শুরু হয়েছে পঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ৷ অগস্টের মাঝামাঝি এবং শেষ দিকে খুলে গিয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের স্কুলগুলিও ৷
আরও পড়ুন :Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু
এদিন দিল্লিতে স্কুল খোলার পর উচ্ছ্বসিত পড়ুয়ারা ৷ পশ্চিম বিনোদ নগরের রাজকীয় সর্বদয়া কন্যা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া বলেন, ‘‘অনলাইন ক্লাসের থেকে স্কুলে এসে ক্লাস করার আনন্দ অনেক বেশি ৷ আমি, আমার সব বন্ধুরা এই দিনটার জন্যই অপেক্ষা করে ছিলাম ৷’’ এই স্কুলেরই আরও একটি শাখা রয়েছে পুষা রোডে ৷ সেখানকার দশম শ্রেণির এক ছাত্রীর কথায়, ‘‘ভয় যে একটা আছেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু এটা মনে রাখতে হবে আমরা স্কুলে আসি, ক্লাস করি, পরীক্ষায় বসার জন্য ৷’’