নয়াদিল্লি, 30 অগস্ট: দিল্লির একটি স্কুলে গিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর হাতে রাখি বাঁধল স্কুলের ছোট ছোট ছাত্রীরা ৷ বুধবার ক্লাসে প্রবেশের সঙ্গে সঙ্গে এদিন প্রধানমন্ত্রীকে হাসিমুখে অভ্যর্থনা জানায় পড়ুয়ারা ৷ এরপর একে একে তাঁর হাতে রাখি বাঁধতে এগিয়ে আসে শিক্ষার্থীরা । প্রধানমন্ত্রীকে রাখি পরানোর জন্য পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ তবে মোদিও তাদের স্নেহময় হাসি দিয়ে স্বাগত জানান । ছাত্রীরা রাখি বাঁধতে এগিয়ে এলে তিনি সবার সঙ্গে আলাপচারিতা করেন ৷ ওই সমস্ত পড়ুয়াদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী ৷
পাশাপাশি এদিন আরও এক সুন্দর মূহূর্তের সাক্ষী থেকেছেন নরেন্দ্র মোদি ৷ তিনি নত হয়ে আশীর্বাদ করতে গেলে তাঁর মুখে হামি দিয়ে দেয় একটি ছোট্ট পড়ুয়া । তাতে হেসে ওঠেন মোদি ৷ স্কুলের ছাত্রীদের থেকে চেয়ারে বসে রাখি বাঁধতে দেখা গিয়েছে এদিন প্রধানমন্ত্রীকে । এই অনুষ্ঠানের পর স্কুলছাত্রী ও শিক্ষকদের সঙ্গে একটি গ্রুপ ছবির জন্যও পোজ দেন তিনি । মোদিকে পরানোর জন্য বিশেষ রাখি তৈরি করা হয়েছিল ৷ যেগুলি ছাত্রীরা প্রধানমন্ত্রীর কব্জিতে বেঁধে দেয় ৷ সেই রাখিগুলির উপর মোদির ছবি রয়েছে ৷