নয়াদিল্লি, 3 জুন : রাজধানী দিল্লিতে বুধবার পর্যন্ত 1,044 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে 89 জনের মৃত্যু হয়েছে ৷ আজ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 92 জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৷ তবে, ব্ল্যাক ফাংগাসের চিকিৎসার জন্য ওষুধের অভাব রয়েছে বলে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন ৷
সেই সঙ্গে ভ্যাকসিনেশন নিয়েও এদিন মুখ খুলেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘কেন্দ্রের নির্ধারিত পরিকল্পনা মাফিক ভ্যাকসিনেশনের সব আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, কেন্দ্রই পরে সেই পরিকল্পনা পাল্টে ফেলে ৷ কোভ্যাক্সিনের সরবরাহ শুরু হয়ে গেলে, আমরাও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব ৷ আমরা দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি’’ ৷