নয়াদিল্লি, 19 মে : টানা বৃষ্টিপাতে দিল্লিতে কমল সর্বোচ্চ তাপমাত্রা ৷ গত 70 বছরে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল দিল্লিতে ৷ টানা বৃষ্টির ফলে বুধবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 70 বছরে মে মাসে এটিই সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা ৷
এর আগে 1982 সালের 13 মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা ছিল এতদিনের সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা ৷ সেই রেকর্ড ভেঙে দেয় আজকের সর্বোচ্চ তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস ৷ 1951 সাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা কোনও দিন এত নেমে যায়নি দিল্লিতে ৷ আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণেই সর্বোচ্চ তাপমাত্রা এতটা নেমে যায় ৷