পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Air Quality: দমবন্ধ দিল্লির! একিউআই নেমে 326, পরিস্থিতি আরও খারাপ হতে পারে - very poor category

আরও অবনতির দিকে দিল্লির বাতাসের মান (Delhi Air Quality) ৷ সোমবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স(AQI) মিটারে গুণমান নেমে হয়েছে 326 ৷ ক্রমাগত বাতাসের মান নামতে শুরু করেছে ৷ যা খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে ৷

Delhi Quality of air recorded at 326 in AQI meter to deteriorate further says forecast
Delhi Quality of air recorded at 326 in AQI meter to deteriorate further says forecast

By

Published : Nov 7, 2022, 10:30 AM IST

Updated : Nov 7, 2022, 11:16 AM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: সোমবার সকালে রাজধানী দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) আরও নেমে এসেছে ৷ যা খুব খারাপের দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে (Delhi Air Quality) ৷ একিউআই নেমে হয়েছে 326 (Air Quality Index) ৷ যা গত তিন দিনের থেকে কম বলে দাবি পূর্বাভাস সিস্টেম সাফারের (SAFAR) ৷

একিউআই-এর হিসাবে সোমবার সকালে এটি একটি উদ্বেগজনক স্তর স্পর্শ করছে ৷ সামগ্রিক বাতাসের গুণগত মান দিল্লিতে 326 একিউআই-এ দাঁড়িয়েছে । জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) যেমন নয়ডাতেও বাতাসের মান ছিল খুব খারাপ ৷ সেখানে বাতাসের গুণগত মান ছিল 356 একিউআই ৷ অন্যদিকে গুরুগ্রামের বাতাসের একিউআই দাঁড়িয়েছে 364-এ ৷ সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ(SAFAR) ইন্ডিয়া দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে এই জায়গাগুলিতেও বাতাসের মান খুব খারাপ ।

উল্লেখ্য, 0 থেকে 100 পর্যন্ত বাতাসের গুণমান সূচককে ভাল হিসাবে বিবেচনা করা হয় ৷ এই পরিমাণ 100 থেকে 200-র মধ্যে থাকে তাহলে সেটিকে মাঝারি হিসেবে ধরা হয় । সূচকের মান 200 থেকে 300-র মধ্যে থাকলে খারাপ এবং 300 থেকে 400-র মধ্যে থাকলে খুব খারাপ বলে ধরা হয় (very poor category) । একইভাবে 400 থেকে 500-র মধ্যে বা তার উপরে থাকলে গুরুতর হিসাবে বিবেচিত হয় । এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম দিল্লির প্রকাশিত তথ্য অনুসারে, আগমিদিনে দিল্লিতে বাতাসের গুণমান আরও খারাপ হতে চলেছে ৷ 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খুব খারাপ বিভাগে থাকবে বাতাসের মান ৷ পরবর্তী ছয় দিনও খুব খারাপ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস ।

আরও পড়ুন:চিন্তা বাড়াচ্ছে দিল্লির বাতাস, মান 'খুব খারাপ'-এর দিকে

গত কয়েকদিনে দিল্লি-এনসিআর-এর সামগ্রিকভাবে বাতাসের মানের উন্নতিতে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে । পরিবহণ থেকে শুরু করে নির্মাণ কাজের ক্ষেত্রে কয়েকটি বিধিনিষধ জারি করা হয়েছে ।

Last Updated : Nov 7, 2022, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details