দিল্লি , 9 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলনের অশান্তি রুখতে দিল্লি সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত বাহিনী তুলে নিচ্ছে দিল্লি পুলিশ । সোমবারই বাহিনীগুলিকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ । দিল্লির বিভিন্ন সীমানায় গত দু'মাসেরও বেশি সময় ধরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে কৃষকরা । দিল্লি পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত বাহিনীকে তাঁদের সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
26 জানুয়ারি আন্দোলনরত কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে রাজধানীতে তুমুল উত্তেজনা ছড়ায় । দিল্লির বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের ছবি সামনে আসে । কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে নির্দিষ্ট রুট ছেড়ে রাজধানীতে ঢুকে পড়ে ।