পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Security to Women Wrestlers: মামলাকারী নাবালিকা-সহ 7 মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা দেবে দিল্লি পুলিশ - Brij Bhushan Sharan Singh

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার 24 ঘণ্টার মধ্যে অভিযোগকারী কুস্তিগীরদের নিরাপত্তা দেওয়ার কথা জানাল দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, যে দু’টি এফআইআর দায়ের হয়েছে, তার একটির কপি কুস্তিগীরদের দেওয়া হবে ৷ পকসো আইনে দায়ের হওয়া মামলার কপি নাবালিকার অভিভাবকের হাতে দেবে পুলিশ ৷

Security to Women Wrestlers ETV BHARAT
Security to Women Wrestlers

By

Published : Apr 29, 2023, 2:01 PM IST

Updated : Apr 29, 2023, 2:42 PM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুক্রবার রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার দু’টি অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ আজ অভিযোগকারী নাবালিকা কুস্তিগীর-সহ 7 জনকে নিরাপত্তা দেওয়ার কথা জানাল পুলিশ প্রশাসন ৷ পাশাপাশি, এও জানানো হয়েছে, দ্রুত অভিযোগকারীদের বয়ান নথিভুক্ত করা হবে ৷ সংবাদ সংস্থা এএনআই একটি সূত্রকে উল্লেখ্য করে জানিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে কমিটি গঠন করেছিল, তারা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ৷ ইতিমধ্যে সেই কমিটি নিজেদের তদন্তের রিপোর্ট দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে ৷

দেশে এমনকি বিদেশেও আন্তর্জাতিক টুর্নামেন্টে মহিলা কুস্তিগীরদের যৌন শোষণ করতেন ডব্লিউএফআই-এর প্রেসিডেন্ট ৷ দিল্লি পুলিশের এফআইআরে এমনই অভিযোগ উঠে এসেছে ৷ উল্লেখ্য, শনিবার সকালে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ৷ যে 7 জন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন ৷ তাঁদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে ৷ তাই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মোট 2টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ যার একটিতে পকসো আইনে মামলা দায়ের করেছেন অভিযোগকারীরা ৷

একটি মামলার কপি অভিযোগকারী কুস্তিগীরদের দেওয়া হয়েছে ৷ কিন্তু, পকসো আইনের মামলার কপি কেবলমাত্র নাবালিকার অভিভাবকের হাতেই দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ আজ সকালে ভিনেশ ফোগত-সহ অন্যান্য কুস্তিগীররা দিল্লির কনট প্লেস থানায় গিয়েছেন ৷ কী কারণে তাঁরা সেখানে গিয়েছেন, তা জানা যায়নি ৷ অন্যদিকে, গতকাল দিল্লি পুলিশের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ স্থলের আলো নিভিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ বজরং পুনিয়া অভিযোগ করেছিলেন, আলো নিভিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁদের জন্য আসা খাবারও নাকি ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনীতির রং দেখা উচিত না, কুস্তিগীরদের পাশে মমতা

অন্যদিকে, সংবাদ সংস্থা এএনআই একটি সূত্রের কথা উল্লেখ্য করে জানিয়েছে, ক্রীড়ামন্ত্রকের গঠিত কমিটি দিল্লি পুলিশকে তাদের রিপোর্ট জমা দিয়েছে ৷ কিন্তু, সেই কমিটি অভিযোগ এবং তার বিরুদ্ধে হওয়া তদন্ত নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা গিয়েছে ৷ ফলে প্রশ্ন উঠছে, এতদিন তাহলে কী করছিলেন তদন্ত কমিটির সদস্যরা ? কেন তাহলে তদন্তে পাওয়া তথ্য ও নথি মন্ত্রকের হাতে তুলে দেননি ? কুস্তিগীরদের এই আন্দোলনে একাধিক রাজনৈতিক দল তাঁদের পাশে দাঁড়িয়েছেব ৷ গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান ৷ আর সকালে কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি যন্তর মন্তরে গিয়ে আন্দোলকারীদের সঙ্গে দেখা করেছিলেন ৷

Last Updated : Apr 29, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details