সুতাহাটা, 20 এপ্রিল : শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন উত্তেজনা ছড়ায় জাহাঙ্গিরপুরীতে (Delhi Jahangirpuri Clash) । গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন । তাতে এবার নাম জড়াল বাংলার ৷ জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ গ্রেফতার হয়েছে বাংলার দুই যুবকও ৷ জাতীয় নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ তদন্তকারীদের সন্দেহ, হিংসা ছড়ানোর ঘটনায় যুক্ত থাকতে পারে রাজ্যের আরও কয়েকজন যুবক (Delhi Jahangirpuri Clash) ৷
জাহাঙ্গিরপুরীর ঘটনার পরেই দিল্লি পুলিশ আনসার শেখ এবং আসলাম শেখকে গ্রেফতার করে ৷ দুই যুবকই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা । আনসার শেখের পরিচয় জানতে গিয়ে সামনে এসেছে একাধিক তথ্য । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনসার আদতে বিহারের বাসিন্দা । তবে বৈবাহিক সূত্রে তার অস্থায়ী ঠিকানা ছিল হলদিয়া ব্লকের কুমারপুর গ্রাম । দানধ্যানের অভ্যাসের কারণে খুব অল্প সময়েই এলাকাবাসীর কাছে চেনামুখ হয়ে উঠেছিল এই যুবক । এহেন আনসারের নাম দিল্লিতে পাথর ছোড়ার ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়ায় রীতিমতো হতবাক কুমারপুর গ্রাম।