পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Air India Urinating Incident: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র - মহিলা সহ যাত্রীর উপর প্রস্রাব

মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাবের (Air India Urinating Incident) ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট, কো-পাইলট এবং অন্যান্য বিমান কর্মীদের তলব করেছে দিল্লি পুলিশ (Delhi Police Summons Air India Staffs) ৷ শুক্রবার তলব করা হলেও, আজ তাঁরা পুলিশের সামনে উপস্থিত হতে পারেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, এদিন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷

Air India Urinating Incident ETV BHARAT
Air India Urinating Incident

By

Published : Jan 7, 2023, 10:29 AM IST

Updated : Jan 7, 2023, 11:18 AM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহ-যাত্রীর (বৃদ্ধা) গায়ে প্রস্রাব করার ঘটনায় (Air India Urinating Incident) বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্র ৷ শুক্রবারই তাঁর আইনজীবী বিবৃতি দিয়ে দাবি করেছিলেন, ওই বৃদ্ধা পুলিশে অভিযোগ দায়ের করতে চান না এবং শঙ্কর মিশ্রকে তিনি ক্ষমা করে দিয়েছেন ৷ কিন্তু, এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয় ৷ আজ সেই মতো অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷

প্রসঙ্গত, 26 নভেম্বরের ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট, কো-পাইলট এবং অন্যান্য বিমান কর্মীদের তলব করে দিল্লি পুলিশ (Delhi Police Summons Air India Staffs) ৷ জানা গিয়েছে, তাঁদের সকলকে শুক্রবারও তলব করা হয়েছিল ৷ কিন্তু, তাঁরা সেখানে উপস্থিত হতে পারেননি ৷ সূত্রের খবর, এরপর শনিবার সকালে দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (বিমানবন্দর)-এর অফিসে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট, কো-পাইলট এবং অন্যান্য বিমান কর্মীরা উপস্থিত হবেন ৷

গত বছর 26 নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক ব্যক্তি নেশার ঘোরে মহিলা-সহ যাত্রীর উপর প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷ এই ঘটনায় গত বুধবার পুলিশ একটি এফআইআর রুজু করে এবং একাধিক দল গঠন করা হয় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করার জন্য ৷ এর জন্য মুম্বই ও বেঙ্গালুরুতে দিল্লি পুলিশের দু’টি দলকে পাঠানো হয়, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷

উল্লেখ্য অভিযুক্ত শঙ্কর মিশ্র ভারতে ওয়েলস ফারগো নামে এক আন্তর্জাতিক সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ৷ বিষয়টি জানাজানি হতেই সংস্থার তরফে তাঁকে শুক্রবারই বহিষ্কার করা হয়েছে ৷ এরপরই শঙ্কর মিশ্র একটি হোয়াটঅ্যাপ চ্যাট শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বলে জানা গিয়েছে ৷ সেই হোয়াটসঅ্যাপে অভিযুক্তের সঙ্গে অভিযোগকারী বৃদ্ধার কথোপকথন তুলে ধরা হয়েছিল ৷ সেখানে দাবি করা হয়েছে, ওই মহিলা অভিযুক্তকে ক্ষমা করেছেন এবং তাঁর অভিযোগ দায়ের করার কোনও ইচ্ছে নেই ৷

আরও পড়ুন:বিমানে মহিলার গায়ে প্রস্রাব করায় অভিযুক্তকে ধরতে লুক আউট সার্কুলার জারি দিল্লি পুলিশের

এর পরেই শঙ্কর মিশ্রর আইনজীবী একটি বিবৃতিতে দাবি করেছেন, তাঁর মক্কেল ওই বৃদ্ধাকে ক্ষতিপূরণ বাবদ 15 হাজার টাকা দিয়েছিলেন ৷ সেই সঙ্গে গত 28 নভেম্বর বৃদ্ধার জাপাকাপড় ও ব্যাগ পরিষ্কার করিয়ে দেন এবং 30 নভেম্বর তা মহিলার বাড়িতে পাঠিয়ে দেন ৷ এমনকী সেই টাকা পরবর্তী সময়ে ওই বৃদ্ধার পরিবার ফিরিয়ে দিয়েছেনও বলে জানানো হয়েছে ।

Last Updated : Jan 7, 2023, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details