নয়াদিল্লি, 7 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহ-যাত্রীর (বৃদ্ধা) গায়ে প্রস্রাব করার ঘটনায় (Air India Urinating Incident) বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্র ৷ শুক্রবারই তাঁর আইনজীবী বিবৃতি দিয়ে দাবি করেছিলেন, ওই বৃদ্ধা পুলিশে অভিযোগ দায়ের করতে চান না এবং শঙ্কর মিশ্রকে তিনি ক্ষমা করে দিয়েছেন ৷ কিন্তু, এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয় ৷ আজ সেই মতো অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷
প্রসঙ্গত, 26 নভেম্বরের ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট, কো-পাইলট এবং অন্যান্য বিমান কর্মীদের তলব করে দিল্লি পুলিশ (Delhi Police Summons Air India Staffs) ৷ জানা গিয়েছে, তাঁদের সকলকে শুক্রবারও তলব করা হয়েছিল ৷ কিন্তু, তাঁরা সেখানে উপস্থিত হতে পারেননি ৷ সূত্রের খবর, এরপর শনিবার সকালে দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (বিমানবন্দর)-এর অফিসে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট, কো-পাইলট এবং অন্যান্য বিমান কর্মীরা উপস্থিত হবেন ৷
গত বছর 26 নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক ব্যক্তি নেশার ঘোরে মহিলা-সহ যাত্রীর উপর প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷ এই ঘটনায় গত বুধবার পুলিশ একটি এফআইআর রুজু করে এবং একাধিক দল গঠন করা হয় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করার জন্য ৷ এর জন্য মুম্বই ও বেঙ্গালুরুতে দিল্লি পুলিশের দু’টি দলকে পাঠানো হয়, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷